1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার হরতাল

সমীর কুমার দে, ঢাকা৫ ফেব্রুয়ারি ২০১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল৷ তবে আদালতের এই রায়ে খুশি নন সরকার ও আসামী পক্ষের কেউই৷

https://p.dw.com/p/17YEo
Activists of Bangladesh's Jamaat-e-Islami set fire to a blanket on a street during a day-long strike in protest against the decision by country's war crimes tribunal to deliver judgement in a case against their top leader Abdul Quader Mollah in Dhaka February 5, 2013. A controversial war crimes tribunal sentenced a senior leader of Bangladesh's biggest Islamist party to life imprisonment on Tuesday, the second verdict in ongoing trials that have reopened old wounds about the country's bloody independence struggle. Abdul Quader Mollah was found guilty of charges including murder, rape, torture and arson during Bangladesh's war to break away from Pakistan in 1971. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST RELIGION CRIME LAW)
ছবি: Reuters

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল৷ ট্রাইবুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল এ রায় ঘোষণা করে৷

ট্রাইবুনালের আদেশে বলা হয়, ৬টি অভিযোগের মধ্যে দুটি সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলেও তার সম্পৃক্ততা ছিল বলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে৷ আর তিনটি অভিযোগে তাকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং একটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেটি থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে৷

Abdul Quader Molla, 64, the fourth-highest ranked leader of the Jamaat-e-Islami party, gestures at the central jail in Dhaka on February 5, 2013. A Bangladeshi court sentenced a senior Islamist opposition official to life in prison Tuesday for mass murder and crimes against humanity during the 1971 liberation war against Pakistan. AFP PHOTO/STR (Photo credit should read STRDEL/AFP/Getty Images)
রায় ঘোষণার পর কাদের মোল্লার প্রতিক্রিয়াছবি: Strdel/AFP/Getty Images

রায় ঘোষণার পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম সাংবাদিকদের বলেন, এই রায়ে তারা সন্তুষ্ট হতে পারেন নি৷ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেন তিনি৷

মামলাটির প্রসিকিউটর মোহাম্মদ আলী বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ তারা হাজির করেছেন৷ তারপরও এই রায়ে তারা হতাশ হয়েছেন৷

কাদের মোল্লার পক্ষে আদালতে কোনো সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন না৷ তবে ব্যারিস্টার নাজিব মোমেন আদালতে উপস্থিত ছিলেন৷ তিনি শুধু বলেন, এ রায়ে তারা সন্তুষ্ট নন৷

এদিকে, কাদের মোল্লার বিরুদ্ধে রায় ঘোষণা উপলক্ষ্যে আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে জামায়াত-শিবির৷ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বুধবার আবারও সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াত৷ জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়৷

হরতালে বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য৷ ট্রাইবুনাল এলাকাতেও আগের দিন থেকেই নেয়া হয় কঠোর নিরাপত্তা৷ এর মধ্যেই পুরান ঢাকা, ধানমন্ডি, জুরাইন, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়৷

হরতাল চলাকালে বেলা দেড়টার দিকে চট্টগ্রামের অলঙ্কার মোড়ে জামায়াত-শিবিরের কর্মী ও সমর্থকেরা পুলিশ বক্সে হামলা চালায়৷ তারা পুলিশের একটি গাড়িতে আগুন লাগায়৷ এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে৷ এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং তাতে একজনের মৃত্যু হয়৷ শিবিরের দাবি, নিহত ব্যক্তি তাদেরই কর্মী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান