বাংলাদেশে এটা মেয়েদেরও খেলা!
১৯ ফেব্রুয়ারি ২০১১বাংলাদেশিরা ক্রিকেট পাগল হলেও এই ধরনের দৃশ্য বিরলই বটে৷ এক পুরুষ দর্শকতো বলেই বসলেন, ‘‘বাংলাদেশের কোনো জায়গায় আমি মেয়েদেরকে কখনও ক্রিকেট খেলতে দেখিনি৷'' যে দেশটিতে মেয়েরা সাধারণ খেলাধুলারই সুযোগ পাননা এবং যে সমাজে ছেলেদের তুলনায় মেয়েদেরকে কম গুরুত্ব দেওয়া হয়, সেখানে এই ধরনের ঘটনা অস্বাভাবিক তো বটেই৷
ব্যাট হাতে যারা খেলে চলেছেন তাদের মধ্যে একজন কিশোরী রহিমা বেগম৷ বয়স ১৫ বছর৷ বললেন, ‘‘প্রথম প্রথম লোকজন বলতো, মেয়েরা কেন ক্রিকেট খেলছে? এটাতো ছেলেদের খেলা৷মেয়েদের জন্য খেলাটা ভালো না৷''
এই কিশোরী থাকেন চট্টগ্রামের এক বস্তিতে৷ তার বাবা সৈয়দ বললেন, রক্ষণশীল সমাজ এবং ধর্মীয় অনুশাসন সত্ত্বেও তিনি তাঁর মেয়ের আগ্রহের প্রতি নজর দেন৷ পাশাপাশি তিনি এই বয়সেই মেয়ের বিয়ের কথা না ভেবে তাকে পড়াশুনা করার জন্য পাঠিয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থার একটি স্কুলে৷ এই স্কুলের পক্ষ থেকে দেড় বছর আগে ইউনিসেফের অর্থায়নে মেয়েদের ক্রিকেট খেলার বিষয়টিতে সিদ্ধান্ত নেওয়া হয়৷ আর রহিমা বাবা-মা'কে বুঝিয়ে মেয়েদের সেই দলে খেলা শুরু করেন৷ এখন তিনি দলের ক্যাপ্টেন৷
সৈয়দ বলেন, তাঁর মেয়ের এইসব কর্মকাণ্ডে তিনি খুশি৷ এমনকি মেয়ের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন৷ তিনি আরও বলেন, ‘‘কীভাবে স্বাক্ষর করতে হয় আমি আগে তাও জানতামনা৷ কিন্তু আমার মেয়ের কাছ থেকে আমি সেটা শিখেছি৷''
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: আরাফাতুল ইসলাম