1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাল-সবুজে ছেয়ে গেছে মিরপুর

১৯ ফেব্রুয়ারি ২০১১

টিকিট নেই তবুও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশে হাজির হয়েছেন হাজার হাজার সমর্থক৷ স্টেডিয়ামের বাইরের অংশ দেখে মনে হয় লাল-সবুজের সমুদ্র৷ বাংলাদেশ দলের খেলোয়াড়দের শুভকামনা জানিয়ে চলছে মিছিল আর শ্লোগান৷

https://p.dw.com/p/10KNO
বাংলাদেশ দলের জার্সি কিনতে ভিড়ছবি: bdnews24.com

প্রিয় দল বাংলাদেশের সঙ্গে ভারতের খেলা দেখার টিকিট মেলেনি৷ তারপরও ঘরে বসে নেই ভক্ত, সমর্থকরা৷ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আশপাশে শুধু লাল আর সবুজ৷ দেশের পতাকা আর জার্সি পরে তাদের অপেক্ষা স্টেডিয়ামের বাইরে৷

সকাল থেকেই লোকে লোকারণ্য শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকা৷ ওই এলাকার সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে৷ এক হাতে লেখা চার, অন্য হাতে ছয় আর মুখে শ্লোগান বাংলাদেশের জয়- এমন সাজে হাজারো মানুষ ঢুকছেন স্টেডিয়ামে৷ তাদের একটাই চাওয়া- ভারতকে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে বাংলাদেশ৷

Cricket Begeisterung in Bangladesch Flash-Galerie
দেশের মাটিতে বাংলাদেশের জয় চায় ক্রীড়া ভক্তরা (ফাইল ফটো)ছবি: bdnews24.com

স্টেডিয়ামের বাইরের চারটি ফটক সকাল ১১টার দিকে খুলে দেয়া হয়৷ বাংলাদেশের পক্ষে শুভকামনা জানিয়ে শুধুই শ্লোগান৷ কেউ এসেছেন বাঘের মুখোশ পড়ে, কেউবা কাপড় দিয়ে নিজেকেই বানিয়েছেন বাঘ৷ কেউ একই কাজ করেছেন রং মেখে৷ আবার কেউবা এসেছেন কপালে পতাকা খচিত ব্যান্ড বেঁধে৷ বুকে-মুখে-পিঠে বাংলাদেশের পতাকা নিয়ে জড়িয়ে এসেছেন অনেকেই৷ পিছিয়ে নেই বিদেশিরাও, এদের অনেককেই বাংলাদেশের পতাকা হাতে, জার্সি গায়ে স্টেডিয়ামে ঢুকতে দেখা গেছে৷ ভারতের সমর্থকরাও তাদের পতাকা নিয়ে ভেতরে ঢুকেছেন৷ তবে তাদের সংখ্যা বেশ কম৷ উচ্ছ্বাসের চলার মধ্যেই স্টেডিয়ামের ভেতর থেকে যখন খবর এসেছিলো টসে জিতেছে বাংলাদেশ৷ আর নিয়েছে ফিল্ডিং৷ শুরু হয় আরেক দফা উল্লাস৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান