বাংলাদেশ সাংবাদিক নির্যাতন
২০ জুলাই ২০১২গত ১৩ জুলাই সুমনকে গ্রেপ্তার করা হয়৷ ২৮ বছর বয়সি এই সাংবাদিককে আটকের পর নির্যাতন করেছে গোয়েন্দা পুলিশ, এই অভিযোগ তাঁর পরিবারের সদস্যদের৷ এক বিবৃতিতে আন্তর্জাতিক সংগঠন রিপোটার্স উইদাউট বডার্স (আরএসএফ) সুমনকে অবিলম্বে মুক্তি এবং তাঁর চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে৷
বৃহস্পতিবার অবশ্য ঢাকার একটি আদালত সুমনের জামিন মঞ্জুর করেছে৷ অনলাইন বার্তাসংস্থা জাস্টনিউজ বিডি ডটকম এই বিষয়ে জানিয়েছে, ‘‘অনলাইন নিউজ এজেন্সি জাস্ট নিউজের ক্রাইম রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমন এবং অপর সাংবাদিক-লেখক অরণ্য পাশার জামিন মঞ্জুর করেছে আদালত৷ বৃহস্পতিবার ঢাকা মুখ্যমহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট আবু জাফর এ জামিন মঞ্জুর করেন৷''
গোয়েন্দা পুলিশ সুমনকে আটকের পর তাঁর বিরুদ্ধে একটি ল্যাপটপ চুরির মামলা দায়ের করা হয়৷ কিন্তু জাস্টনিউজ বিডি ডটকম'এর প্রধান বার্তা সম্পাদক সুপ্রীতি ধর ডয়চে ভেলেকে জানান, যে ল্যাপটপটি চুরির কথা বলা হচ্ছে সেটি আসলে তাকে অফিস থেকে ব্যবহার করতে দেওয়া হয়েছে৷ এখানে চুরির কোন ব্যাপার নেই৷ তিনি বলেন, ‘‘যে ল্যাপটপটি চুরির নামে (পুলিশ) উদ্ধার করেছে, সেটি কিন্তু আমাদের জাস্টনিউজ বিডি ডটকম'এর ল্যাপটপ৷ এটা অফিস থেকে সে পেয়েছে৷ এই ল্যাপটাপটিকেই চুরির মামলার আলামত হিসেবে দেখানো হয়েছে৷''
অপরাধ বিষয়ক সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে এভাবে আটক এবং নির্যাতনের পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলে মনে করছে আরএসএফ৷ আটকাবস্থায় সুমন তাঁর এক চাচাকে এই বিষয়ে জানিয়েছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে কয়েকটি প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন তিনি৷ এই কারণে তাঁকে ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে৷ গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সংস্থা আরএসএফ এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য৷
জাস্টনিউজবিডি ডটকম'র প্রধান বার্তা সম্পাদক সু্প্রীতি ধর অবশ্য সুমন'এর উপরে গোয়েন্দা পুলিশের এই নির্যাতনের সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি৷ তিনি বলেন, ‘‘সুমন আমাকে প্রায়ই বলত যে, তাঁর কাছে অনেক সংবাদ আছে৷ আমি তাঁকে পরামর্শ দিয়েছিলাম, সাগর-রুনির বিষয়ে তুমি যা জানো, তার ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করো৷ ও তখন বলেছিল, আমি আসলে ব়্যাব'এর বিরুদ্ধে যেতে পারবো না৷ তাহলে আমি আর পরে কোনোদিন কোনো খবর পাবো না৷''
তিনি বলেন, ‘‘আমাদের ধারনা তার কাছে অনেক তথ্য হয়ত ছিল৷ এই কারণে তাকে এভাবে আটক করা হতে পারে৷ আমি কিন্তু অনুমানের কথা বলছি৷ আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না৷ কারণ আমরা বিষয়টি জানি না৷''
উল্লেখ্য, রিপোটার্স উইদাউট বডার্স'এর প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯তম৷ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সাংবাদিক নির্যাতনে ঘটনা অনেক বেড়ে গেছে এবং একাধিক সাংবাদিক নিহত হয়েছে৷ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পর পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো এই হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ