বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘কুছ কুছ হোতা হ্যায়'
২০ ফেব্রুয়ারি ২০১৮১৫ই ফেব্রুয়ারি থেকে জার্মানির রাজধানী বার্লিনে শুরু হয়েছে বার্লিন চলচ্চিত্র উৎসব বার্লিনালে'র ৬৮তম আসর৷ উৎসবের পরিচালক ডিটের কসলিক বলেছেন, এ বছরের আয়োজনে অন্য বছরের তুলনায় কিছুটা ভিন্নতা রয়েছে৷
এ বছরই প্রথম উৎসবের উদ্বোধনী হয়েছে অ্যানিমেশন চলচ্চিত্রের মাধ্যমে৷ ‘আইল অফ ডগস-'এ কুকুরই চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় রয়েছে৷ তারা আপনাকে নিয়ে যাবে জাপানে একটি অনবদ্য কাহিনির মধ্যে৷ এটি কেবল মজার একটি চলচ্চিত্রই নয়, বেশ গভীরতা লুকিয়ে রয়েছে এর মধ্যে৷
এবারের প্রতিযোগিতায় চারটি জার্মান চলচ্চিত্র স্থান পেয়েছে৷ এর মধ্যে ‘ট্রানজিট' এবং ‘মাই ব্রাদারস নেম ইজ রবার্ট' চলচ্চিত্র দু'টি রয়েছে আলোচনায়৷ এবারের চলচ্চিত্র প্রতিযোগিতায় জুরিদের নেতৃত্ব দিচ্ছেন জার্মান চলচ্চিত্র পরিচালক টম টিকভের৷
প্রতিযোগিতায় নেই ভারত, তবে আছে অন্যভাবে
এবারের প্রতিযোগিতায় ভারতীয় কোনো চলচ্চিত্র মনোনয়ন পায়নি৷ তবে ‘প্যানোরামায়' আছে দু'টি চলচ্চিত্র৷ উৎসবের দ্বিতীয় সম্মানজনক এই বিভাগে জায়গা পেয়েছে কলকাতার কিউ (কৌশিক) পরিচালিত ছবি ‘গার্বেজ'৷ উৎসবের দ্বিতীয় ছবিটি দেবেশ চট্টোপাধ্যায়ের ‘ইয়ে দ্য আদার্স'৷
এদিকে, আয়োজকদের আমন্ত্রণে উৎসবে যোগ দিয়েছেন খ্যাতনামা বলিউড পরিচালক করণ জোহর৷ উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি৷ আলোচনায় করণ তুলে ধরেছেন ভারতের চলচ্চিত্র বাণিজ্য এবং ইন্দো-ইউরোপীয় চলচ্চিত্র বাণিজ্যের কথা৷ এই চলচ্চিত্র পরিচালকের সম্মানে উৎসবে জার্মান চেম্বার অর্কেস্ট্রা তাঁর ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়-'এর ‘টাইটেল সং' বাজিয়ে শোনায়৷ ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি করণের প্রথম চলচ্চিত্র৷
যৌন হয়রানিবিরোধী #মিটু প্রচারণা
এ বছরের বড় বড় পুরস্কার আসরের মতো বার্লিনালেতেও চলচ্চিত্রের পাশাপাশি প্রাধান্য পাচ্ছে যৌন হয়রানিবিরোধী কর্মসূচি৷ এ প্রসঙ্গে উৎসবের পরিচালক কসলিক বলেন, ‘‘এবারের উৎসবে আমরা যৌন হয়রানি বিরোধী বেশ কিছু উদ্যোগ ও প্রচারণা চালাচ্ছি৷ একটা বিশেষ কাউন্সেলিং কর্নার রাখা হয়েছে, যেখানে অতিথিরা যৌন হয়রানি সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন৷ এছাড়া চলচ্চিত্রে লিঙ্গ বৈষম্য নিয়ে বিভিন্ন প্যানেল ও সেমিনারের আয়োজন আছে এবারের উৎসবে৷''
গত অক্টোবরে হলিউড প্রযোজক হার্ভি ওয়াইনস্টাইনের যৌন হয়রানির কাণ্ডফাঁস হওয়ার পর থেকে চলচ্চিত্র ও সংগীত দুনিয়ায় রীতিমতো ঝড় ওঠে৷ বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত শিল্পী ও কলাকুশলীরা নিজেদের সঙ্গে ঘটে যাওয়া হয়রানির কথা প্রকাশ করতে শুরু করেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অভিজ্ঞতার কথা প্রকাশ করে তাতে অনেকে জুড়ে দেন হ্যাশট্যাগ ‘মি টু'৷
সেই ‘মি টু' হ্যাশট্যাগ এ বছর গোল্ডেন গ্লোব পুরস্কার, গ্র্যামি এবং বাফটাতেও আধিপত্য বিস্তার করেছিল৷ বার্লিন চলচ্চিত্র উৎসবেও এর ব্যতিক্রম হয়নি৷ উৎসবের উদ্বোধনী ছবি ‘আইল অব ডগস'-এর প্রদর্শনী থেকে শুরু হয়ে প্রতিটি সংবাদ সম্মেলন ও প্রদর্শনীতে ঘুরেফিরে এসেছে কর্মক্ষেত্রে নারীর ওপর যৌন হয়রানির বিষয়টি৷
গত শুক্রবার ড্যামসেল ছবির সংবাদ সম্মেলনে টোয়াইলাইট ছবির অভিনেতা রবার্ট প্যাটিনসনও ‘মি টু' প্রসঙ্গে বলেছেন, ‘‘চলচ্চিত্র জগতের নারী কলাকুশলীদের এই সচেতন হয়ে ওঠা ‘অসাধারণ বিপ্লব'৷''
এবারের উৎসবে আজীবন সম্মাননা হিসেবে সোনার ভাল্লুক পাচ্ছেন মার্কিন অভিনেতা উইলেম ডেফো৷
এপিবি/এসিবি (ডয়চে ভেলে)