বিজয়ী ওবামার প্রথম দিন
৫ নভেম্বর ২০০৮কয়েক ঘন্টা পরই বারাক ওবামা অসম্ভবকে করে তুললেন সম্ভব৷ আনুষ্ঠানিকভাবে তাঁকে ২০০৮ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়৷ ক্লান্তি সঙ্গে সঙ্গে চলে গেল সীমানা ছাড়িয়ে৷ সিনেটর ওবামা এখন প্রেসিডেন্ট ওবামা৷ আমেরিকার ৪৪ তম প্রেসিডেন্ট৷ আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভোত প্রথম মার্কিন প্রেসিডেন্ট৷
নির্বাচনের সময় ওবামা
শুরু হয়ে গেছে নির্বাচন৷ বেশ শান্ত ভাবেই বারাক ওবামা শিকাগোতে সবার সামনে উপস্থিত হন৷ পরনে কালো জ্যাকেট৷ নিচু গলায় তিনি উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান৷ তিনি বলেন, যা হবার হবে৷ আমরা অনেক দূর এসেছি৷ আমার সঙ্গে থাকার জন্য, আমাকে প্ররণা এবং উত্সাহিত করার জন্য আমি আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ৷ অনেকে তাঁকে হাত বাড়িয়ে দিলেন৷ আত্নবিশ্বাসের সঙ্গে বললেন, বেস্ট অফ লাক৷
আমরা সবাই জানবো
বারাক ওবামা নিজে ভোট দেয়ার পর তাঁর পরিবারের সঙ্গে ফিরে এলেন তার ক্যাম্পেইনে৷ একজন সাংবাদিক তাঁকে প্রশ্ন করলেন, কেমন লাগছে ? উত্তেজিত, আবেগ প্রবণ ? এর উত্তরে বারাক ওবামা বলেছিলেন, আমি জানি, আপনিও জানেন এবং আজ রাতে আমরা সবাই জানবো৷ যখন ভোট গণনা শেষ হবে, এতদিনের পরিশ্রম বয়ে আনবে তার কাংখিত ফলাফল৷ তিনি হেসে আরো বলেছিলেন, আমার মেয়েদের সঙ্গে নিয়ে আমি ভোট দিয়েছি৷ আমি খেয়াল করেছি মিশেল, আমার স্ত্রী দীর্ঘসময় ধরে ভোট দিচ্ছে৷ আমি চিন্তিত হয়ে পড়ি৷ আমি ব্যস্ত হয়ে পড়ি জানার জন্য কাকে সে ভোট দিল৷
সিনেটর বব কেইসি যিনি বারাক ওবামার মনোনয়নকে সমর্থন করেছিলেন তিনি জানান, বারাক ওবামা অত্যন্ত সিরিয়াস মুডে ছিলেন৷ মনে হচ্ছিল বাস্কেট বলের গুরুত্বপূর্ণ কোন খেলা আছে যেখানে জিততেই হবে, কোন অবস্থাতেই হার মানা যাবে না৷ ফলাফল ঘোষণার পর তিনি প্রশ্ন করেছিলেন বারাক ওবামাকে, কেমন লাগছে ? উত্তরে বারাক ওবামা বলেছিলেন, ভাল৷ এর আগে ফলাফল ঘোষণার ঠিক আগে ওবামা বলেছিলেন, আমাদের যা যা করার আমরা তার সবটাই করেছি৷ কোন কিছুই বাদ যায়নি৷
বারাক ওবামা ফিরে যান শিকাগো হোটেলে৷ সেখানে তিনি প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেইনের কাছ থেকে একটি ফোন কল পান৷ শুভেচ্ছা এবং অভিনন্দন৷
এই ফোন কলকে অনেকেই আখ্যায়িত করেন সৌহার্দ্যের প্রতীক হিসেবে৷ সাহায্য এবং সহযোগিতার প্রতিশ্রুতি এই ফোন কল৷ দুজন দুজনাকে ধন্যবাদ জানান৷ একসঙ্গে কাজ করার কথা বলেন৷ পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন৷
ইয়েস উই ক্যান
এর পর বারাক ওবামা যান শিকাগো পার্কে যেখানে প্রায় দেড় লক্ষ সমর্থক অধীর আগ্রহে অপেক্ষা করছিল বারাক ওবামার জন্য৷ সেই ভীড়ে উপস্থিত ছিলেন, জন কনইয়ার্স, অপরাহ উইনফ্রে এবং হাওয়ার্ড ডীন৷
শুরুতেই নব নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, কারো যদি এখনো সন্দেহ থাকে আমেরিকা কী দিয়ে তৈরী, আমেরিকায় অসম্ভবকে সম্ভব করে তোলা যায় কিনা, স্বপ্নকে সত্যি করা যায় কিনা, যারা এখনো সন্দিহান গণতন্ত্রের প্রকৃত সংজ্ঞা নিয়ে – তাদের জন্য যোগ্য উত্তর হচ্ছে আজকের এই রাত৷ ইয়েস উই ক্যান, ইয়েস উই ডিড৷
তাঁর সঙ্গে স্টেজে উঠে আসে আমেরিকার পরবর্তী ফার্স্ট ফ্যামিলি৷ সবাই অভিনন্দন জানায় তাদের৷ হাত নেড়ে, তালি দিয়ে, পতাকা উড়িয়ে তারা উচ্ছাস প্রকাশ করে তাদের নতুন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি৷