'Change has come to America'
৫ নভেম্বর ২০০৮বিজয়ের পর পরই শিকাগোতে দেয়া স্বাগত বক্তব্যে ওবামা জানালেন, আমাদের গন্তব্য এখনো অনেক দূরে৷ চলার পথ কঠিন হবে৷ হয়তো আগামী এক বছরে বা এক টার্মে কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না৷ কিন্তু আমেরিকা- আমি জীবনের কখনোই এতটা আশাবাদী হইনি যা আজকের রাতে হলাম৷ প্রতিজ্ঞা করছি- আমরা সাধারন জনগণ আমাদের লক্ষ্যে পৌঁছাবোই৷
৪৭ বছর বয়ষ্ক ওবামা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন নেতৃত্বের সুচনা হয়েছে৷ যারা পৃথিবীকে অশ্রুসিক্ত করবে আমরা তাদেরকে নির্মূল করবো৷ যারা শান্তি আর নিরাপত্তা চাইবে আমরা তাদেরকে সমর্থন দেবো৷
শিকাগোর গ্রাউন্ড পার্কে প্রায় দেড় লক্ষ সমর্থকের সামনে ওবামা বলেন, এই দেশে আমাদের উত্থান বা পতন হবে এক জাতি হিসেবে, ঐক্যবদ্ধ জনগণ হিসেবে৷ আসুন সবাই মিলে মার্কিন রাজনীতি থেকে পক্ষপাতিত্ব আর হীনমন্যতার বিষবাষ্প দূর করি৷
ওবামা ভবিষ্যতে জন ম্যাককেইনও সারাহ পেলিন এর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন৷ তিনি বলেন, জাতির স্বপ্ন বাস্তবায়নে আগামী মাসগুলোতে আমরা একসঙ্গেই কাজ করবো৷
মার্কিন নির্বাচনের মাত্র দুই দিন আগে মারা যান ওবামার নানী৷ নানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ওবামা তাঁর বক্তব্যে বলেন, তিনি এখন আর আমাদের সঙ্গে নেই, কিন্তু আমি জানি আমার নানী দেখছেন, তাঁর সঙ্গে রয়েছে আমার পরিবার যারা আমাকে তৈরি করেছে৷আমি তাদেরকে অনুভব করছি৷ তাদের প্রতি আমার ঋন হিসেবের উর্দ্ধে৷