1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত সফরে জার্মান প্রেসিডেন্ট

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৪ ফেব্রুয়ারি ২০১৪

জার্মানির প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক ছয় দিনের সফরে ভারতে আসছেন ৪ঠা ফেব্রুয়ারি, মঙ্গলবার৷ সঙ্গে আসছেন ৮০ সদস্যের এক উচ্চস্তরের প্রতিনিধিদল, যার মধ্যে আছেন ক্যাবিনেট মন্ত্রী, সাংসদ ও শিল্প ও বাণিজ্যিক শীর্ষ কর্তা-ব্যক্তিরা৷

https://p.dw.com/p/1B215
জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউকছবি: picture-alliance/dpa

জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউকের ভারত সফরের কেন্দ্রবিন্দু হবে ভারত-জার্মান কৌশলগত সম্পর্কের বিশাল চালচিত্রকে আরো বহুমুখী করে তোলা৷ রাজনৈতিক স্তরের বৈঠকের পাশাপাশি তিনি মত বিনিময় করবেন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে৷ অন্যান্য কর্মসূচির মধ্যে তিনি পরিদর্শন করবেন ভারত-জার্মান বিভিন্ন কোম্পানি, উন্নয়ন প্রকল্প এবং কেন্দ্রীয় বিদ্যালয়৷ প্রেসিডেন্টের সফরসূচি সম্পর্কে সংবাদ সম্মেলনে একথা জানান ভারতে জার্মানির রাষ্ট্রদূত মিশায়েল স্টাইনার৷

পূর্ব জার্মানি থেকে নির্বাচিত জার্মানির প্রথম প্রেসিডেন্ট গাউকের এটাই প্রথম ভারত সফর৷ বিশ্বায়নের যুগে পররাষ্ট্র, নিরাপত্তা, তথা বিশ্ব ব্যবস্থাপনায় ভারত ও জার্মানির সহযোগিতা কীভাবে এবং কতটা অবদান রাখতে পারে – সেটাই তিনি তুলে ধরতে চান ভারতের রাজনৈতিক নেতৃত্বের কাছে৷ এর জন্য তিনি সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সংসদে বিরোধী নেত্রী সুষমা স্বরাজের সঙ্গে৷

Botschafter Michael Steiner Joachim Gauck Besuch Indien
জার্মানির রাষ্ট্রদূত মিশায়েল স্টাইনারছবি: Anil Chatterjee

‘‘একবিংশ শতাব্দীতে ভারত-জার্মান কৌশলগত সহযোগিতা'' সম্পর্কে তিনি তাঁর মূল বক্তব্য রাখবেন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ-এর ছাত্র ও অধ্যাপক সমাবেশে৷ এছাড়া, জার্মান দূতাবাসে প্রেসিডেন্ট গাউক উদ্বোধন করবেন ইউরোপীয় আধুনিক ভাস্কর্য শিল্পের এক প্রদর্শনী৷

প্রেসিডেন্ট গাউকের সঙ্গে আসছেন ৮০ সদস্যের এক উচ্চস্তরীয় প্রতিনিধিদল৷ এর মধ্যে আছেন পররাষ্ট্র ও উন্নয়নমন্ত্রী৷ ৮০ জনের মধ্যে ৫০ জন শিল্প, বিনিয়োগ ও বাণিজ্য ক্ষেত্রের কর্তা-ব্যক্তিরা৷ সফরকালে দুটি চুক্তি সই হবার সম্ভাবনা আছে৷ একটি আর্থিক অন্যটি প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক৷

জানা গেছে, আর্থিক চুক্তিতে আছে ১০০ কোটি ইউরো ঋণদানের সংস্থান৷ আর প্রযুক্তি ও বিজ্ঞান চুক্তিতে আছে গ্রিন এনার্জি করিডর৷ পাশাপাশি জোর দেয়া হবে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ওপর৷ যেমন ভারতে নারকেলের ছোবড়া ফেলে দেয়া হয়৷ জার্মানির বৃত্তিমূলক প্রশিক্ষণে শেখানো হবে কীভাবে নারকেলের ছোবড়া থেকে উচ্চমানের আসবাব তৈরি করা যায়৷ ‘‘ওয়েল্থ থ্রু ওয়েস্ট'' নামের এই প্রকল্পে কর্মসংস্থান হবে অন্তত ৬০০টি পরিবারের৷

এ সব ছাড়াও, আরেকটি বিষয়ে জার্মান প্রেসিডেন্ট বিশেষভাবে আগ্রহী৷ সেটা হলো, ভারতে জার্মান স্কুলের পরিধি প্রসারিত করা৷ ভারতে জার্মান স্কুলগুলি হবে ভারত ও জার্মানির যৌথ মডেলে৷ পাঠ্যসূচি হবে মিশ্র৷ তার মধ্যে অবশ্যই থাকবে বৃত্তিমূলক পাঠক্রম৷ ভর্তি হতে পারবে সবাই, অর্থাৎ কোনো বিধিনিষেধ থাকবে না৷ এমনকি পড়ার খরচও ব্যয়বহূল হবে না৷ তবে জার্মান ছাড়াও অন্য ভাষাতেও পড়ানো হবে৷

প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক দিল্লি থেকে যাবেন ব্যাঙ্গালুরুতে৷ সেখানে তথ্য-প্রযুক্তি কোম্পানি ইনফোসিস এবং জার্মান কোম্পানি বশ-এর বৃত্তিমূলক শিক্ষাকেন্দ্রে বক্তব্য রাখবেন তিনি৷

এক সাবেক ধর্মযাজক হিসেবে চিরদিনই গাউক শান্তি, সহযোগিতা ও মানবতার পূজারি৷ লড়াই করেছেন তৎকালীন পূর্ব জার্মানির স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে৷ বার্লিন প্রাচীর ভাঙা বা দুই জার্মানির পুনরেকত্রীকরণের পেছনে তাঁর ভূমিকা গুরুত্বপুর্ণ৷ ২০১২ সালের মার্চ মাসে ফেডারেল রিপাবলিক অফ জার্মানির একাদশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেন গাউক৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য