1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্যাটিকানের আর্কাইভ আর ‘গোপন' নয়: পোপ

২৯ অক্টোবর ২০১৯

ক্যাথলিক খ্রিস্টানদের পবিত্র স্থান ভ্যাটিকানে যে আর্কাইভ আছে, তার নাম পরিবর্তন করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন পোপ ফ্রান্সিস৷ নামের সঙ্গে থাকা ‘গোপন' শব্দটি মুছে দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/3S99R
Vatikan Messe mit Papst Franziskus
ছবি: Getty Images/AFP/A. Solaro

এতদিন ‘সিক্রেট আর্কাইভ' নামে আর্কাইভটি পরিচিত ছিল৷ এখন থেকে তার নাম হবে ‘ভ্যাটিকান অ্যাপোস্টলিক আর্কাইভ'৷

পোপ ফ্রান্সিস বলছেন, নামের সঙ্গে ‘সিক্রেট' অর্থাৎ গোপন শব্দটি থাকার কারণে মানুষের মধ্যে একটি ভুল বার্তা যাচ্ছিল৷

সতের শতকের শুরুতে তৎকালীন পোপ পল পঞ্চম আর্কাইভটি চালু করেছিলেন৷ সেখানে অষ্টম শতক থেকে শুরু করে এখন পর্যন্ত ভ্যাটিকান সরকারের গুরুত্বপূর্ণ সব তথ্য ও নথি জমা আছে৷

১৮৮১ সালে পণ্ডিত ব্যক্তিদের জন্য এসব নথি দেখার সুযোগ করে দেয়া হয়৷ তবে তাঁরা অষ্টম শতক থেকে শুরু করে পোপ পিয়স একাদশের সময়কাল (১৯৩৯ সালের ফেব্রুয়ারি) পর্যন্ত নথিপত্র দেখতে পারেন৷

এরপর পোপ পিয়স দ্বাদশ পোপের দায়িত্ব নিয়েছিলেন৷ তিনি মারা যান ১৯৫৮ সালে৷

প্রচলিত নিয়মে একজন পোপের দায়িত্ব শেষ হওয়ার ৭০ বছর পর তাঁর নথি উন্মুক্ত করা হয়৷ সে হিসেবে পোপ পিয়স দ্বাদশের সময়কার কাগজপত্র ২০২৮ সালে দেখতে পাওয়ার কথা৷ কিন্তু পোপ ফ্রান্সিস সেই সময়টা এগিয়ে এনেছেন৷ আগামী বছরের ২ মার্চ থেকে পণ্ডিতরা এসব নথি দেখতে পারবেন বলে জানিয়েছেন তিনি৷

পোপ পিয়স দ্বাদশ এমন সময়ে পোপ ছিলেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল৷ সেই সময় তিনি হলোকস্ট নিয়ে যথেষ্ট সোচ্চার ছিলেন না বলে অনেকে অভিযোগ করেন৷ পোপ ফ্রান্সিস আশা করছেন, উন্মুক্ত হওয়া নথি পোপ পিয়স দ্বাদশকে সেই অভিযোগ থেকে উতরে যেতে সহায়তা করবে৷

জেডএইচ/কেএম (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য