1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসনের ফুটেজ নিয়ে আদালত গরম

১৭ জুন ২০১১

প্রয়াত কিং অফ পপ মাইকেল জ্যাকসন মারা গেছেন দুই বছর আগে৷ আগামী সপ্তাহে পালন করা হবে তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী৷ মৃত্যুর আগের দিন পর্যন্তও রিহার্সেলে ব্যস্ত ছিলেন এই পপ সম্রাট৷

https://p.dw.com/p/11d2b
শিশুদের প্রতি জ্যাকসনের ছিল অসীম ভালোবাসাছবি: picture-alliance/ dpa

রিহার্সেলের ফুটেজ বিশ্ববাসী দেখেছে৷ অনেকেই প্রশ্ন করেছেন,‘‘যিনি এত উচ্ছ্বল এবং প্রানবন্ত হয়ে রাত বারোটা পর্যন্ত নাচতে পারেন কী করে তিনি তার পরের দিন হঠাৎ করে মারা গেলেন?''

মাইকেল জ্যাকসনের চিকিসক কনরাড মারেকে দায়ী করা হয়েছে প্রপোফল নামক ইঞ্জেকশন দেয়ার জন্য৷ আদালতে মাইকেল জ্যাকসনের ‘দিস ইজ ইট'-এর ভিডিও ফুটেজ দেখানো প্রসঙ্গে কনরাড মারের আইনজীবীরা বলেছেন ফুটেজে হয়তো অন্য কিছু দেখা যাবে যা আগে দেখা যায়নি৷ তারা পুরো একশো ঘন্টার ভিডিও ফুটেজ দেখানোর দাবি জানিয়েছে৷

Flash-Galerie Michael Jackson This Is It
মৃত্যুর আগের দিনও এমন উচ্ছল ছিলেন জ্যাকসনছবি: Sony Pictures

অন্যদিকে সনি পিকচার্স বলছে, ফুটেজ অবশ্যই আদালতে দেখানো উচিৎ তবে কতটুকু দেখানো হবে সে সিদ্ধান্ত নেবে তারা৷ কোন অবস্থাতেই একশো ঘন্টা দেখানো যাবে না৷ সনি পিকচার্স আরো জানায়, সবার জানা উচিৎ, দেখা উচিৎ কীভাবে প্রানবন্ত মাইকেল জ্যাকসনকে এক রাতের মধ্যেই লাশে পরিণত করেছেন ডঃ কনরাড মারে৷ ডঃ কনরাড মারেকে আদালতে হাজির করা হবে সেপ্টেম্বরে৷

গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের আইজীবীরা ঘন্টার পর ঘন্টা এ নিয়ে তর্ক করেন৷ কেন একশো ঘন্টার ফুটেজ দেখানো সম্ভব নয় তা সনি পিকচার্স প্রায় কয়েক'শ পাতার আবেদনে আদালতকে জানিয়েছে৷

দি ইজ ইট-এর রিহার্সেল ফুটেজ নিয়ে বাজারে একটি ছবি ছেড়েছিল সনি পিকচার্স৷ প্রথম দুই সপ্তাহেই শুধু অ্যামেরিকাতেই উঠে আসে কুড়ি মিলিয়ন ডলারের বেশি৷ আর বিশ্বব্যাপী তা ব্যবসা করে দুশো মিলিয়ন ডলারেরও বেশি৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান