1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালদ্বীপে জরুরি অবস্থা ঘোষণা

৬ ফেব্রুয়ারি ২০১৮

মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতি আব্দুল্লা সাইদসহ আরেক বিচারককে আটক করা হয়েছে৷ এ সময় সেখানে উপস্থিত শত শত মানুষকে সরাতে মরিচের গুঁড়া ব্যবহার করে নিরাপত্তা বাহিনী৷

https://p.dw.com/p/2sB4J
Proteste der Opposition auf den Malediven
ছবি: Reuters

মাঝরাতে জরুরি অবস্থা

এর আগে সোমবার ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন৷

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এক রায়ে নয় জন রাজনৈতিক ভিন্নমতাবলম্বীকে মুক্তির নির্দেশ দেন৷ এছাড়া প্রেসিডেন্ট ইয়ামিনের দল থেকে সরে যাওয়ায় যে ১২ জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল, তাঁদেরও ফিরিয়ে আনার রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্ট৷

উল্লেখ্য, বর্তমানে সংসদে মালদ্বীপের বিরোধী দলের সংখ্যাগরিষ্ঠতা আছে৷ ফলে চাইলে সংসদ প্রেসিডেন্টকে অভিশংসিত করতে পারে সংসদ৷

এই অবস্থায় ক্ষমতা ধরে রাখতে প্রেসিডেন্ট ইয়ামিন জরুরি অবস্থা ঘোষণা করেছেন৷ ফলে দেশটির নিরাপত্তা বাহিনীর কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা বাড়বে, বিচার ব্যবস্থার ক্ষমতা কমবে এবং সংসদ প্রেসিডেন্টকে অভিশংসিত করতে পারবে না৷ অবশ্য কর্মকর্তারা বলছেন, জরুরি অবস্থার বিষয়টি দু'দিনের মধ্যে সংসদকে জানাতে হবে৷

KarteMaledivenMaldivesmapInfografikMaleKarte Malediven ENG

২০১৩ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট ইয়ামিনের সরকার প্রায় সব বিরোধী রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের গ্রেপ্তার করেছে৷ এমনকি তাঁর সৎ ভাই ও ৩০ বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মাউমুন আব্দুল গাইয়ুমকে গ্রেপ্তারেরও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইয়ামিন৷ সম্প্রতি বিরোধী দলের পক্ষ নিয়েছিলেন গাইয়ুম৷ সোমবার মধ্যরাতে মালে-র বাসা থেকে গাইয়ুমকে তুলে নিয়ে যাওয়া হয় বলে টুইটে জানিয়েছেন তাঁর মেয়ে ইয়ুমনা গাইয়ুম৷

প্রধান বিচারপতিসহ আরেক বিচারকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ৷ এদিকে, সরকারের মুখপাত্র ইব্রাহিম হুসেইন শিহাব এক বিবৃতিতে বলেন, ‘‘সুপ্রিম কোর্টের রায় দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ, সংবিধানের পরিপন্থি৷'' তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টকে মনে রাখতে হবে যে, তারাও আইনের আওতায়৷''

Maledivischer Präsident Yameen Abdul Gayoom
দেহরক্ষীদের প্রহরায় মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনছবি: picture-alliance/M.Sharuhaan

সুপ্রিম কোর্টের রায়ের কারণে ২০০৮ সালে মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার পথ সুগম হয়েছে৷ এক বিবৃতিতে তিনি প্রেসিডেন্ট ইয়ামিনকে সরাতে ভারত ও যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন৷

এদিকে, মালদ্বীপে জরুরি অবস্থা জারির খবর ‘হতাশা' প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র৷ প্রেসিডেন্ট ইয়ামিন পরিকল্পিতভাবে প্রায় সব শীর্ষ বিরোধী রাজনীতিককে গ্রেপ্তার করিয়েছেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে৷

প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন

মালে-র বাংলাদেশ দূতাবাস সোমবার এক জরুরি বিজ্ঞপ্তিতে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে অবস্থান না করার পরামর্শ দিয়েছে৷ এছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরামর্শের জন্য একটি হটলাইনও চালু করা হয়েছে, যার নম্বর +৯৬০৩৩২০৮৫৯৷

Malediven, Demonstranten der maledivischen Opposition rufen Parolen, die während eines Protestes die Freilassung politischer Gefangener fordern
বিরোধী দলের বিক্ষোভছবি: picture-alliance/M.Sharuhaan

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য