1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারের বিরুদ্ধে শুনানি শুরু

১০ ডিসেম্বর ২০১৯

জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-তে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি শুরু হয়েছে৷ শুনানিতে উপস্থিত রয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি৷

https://p.dw.com/p/3UXY9
Den Haag Internationaler Gerichtshof IGH
ছবি: picture-alliance/Photoshot

নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-তে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি শুরু হয়েছে৷ এই শুনানি তিন দিন চলবে৷

শান্তিতে নোবেল বিজয়ী মিয়ানমারের নেত্রী অং সান সু চি শুনানিতে অংশ নিতে মঙ্গলবার সকালে পিস প্যালেসে এসে হাজির হন৷ এ সময় উপস্থিত সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করলেও তার কোনো জবাব দেননি তিনি৷

নেদারল্যান্ডসের স্থানীয় সময় সকাল দশটা নাগাদ শুনানি শুরু হয়৷ প্রথমে বিচারকরা মামলার বিস্তারিত পড়ে শোনান৷ এরপর বাদী গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী আবু বকর মারি তামবাদু-কে তার বক্তব্য উপস্থাপন করতে বলেন৷ তিনি মিয়ানমারের গণহত্যার চিত্র তুলে ধরে রোহিঙ্গাদেরকে তাদের ভূমিতে সসম্মানে বসবাসের সুযোগ দেয়ার এবং তাদের শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আদালতের প্রতি আহবান জানান৷

উল্লেখ্য, ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের অধীনে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে গত নভেম্বরে মামলা করে গাম্বিয়া৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি এই আদালতে দায়ের হওয়া তৃতীয় গণহত্যার মামলা৷

তিনদিনব্যাপী শুনানিতে সু চি রোহিঙ্গাদের উপর চালানো গণহত্যার অভিযোগের বিষয়ে তার সরকারের অবস্থান তুলে ধরবেন৷ দেশটির সরকার অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে৷

‘ওয়ার্ল্ড কোর্ট' হিসেবে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-এর ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নের কোনো ক্ষমতা তাদের হাতে নেই৷ তবে এই আদালত যে রায় দেবে সেটিই চূড়ান্ত৷        

এফএস/এসিবি (রয়টার্স, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য