রাশিয়ার ‘সাম্রাজ্যবাদী' স্বপ্নের তুলোধুনা
৩০ মার্চ ২০২২ইউক্রেনের উপর রাশিয়ার হামলাকে বিচ্ছিন্নভাবে দেখছেন না জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস৷ তার মতে, এর পেছনে মস্কোর এক ‘সাম্রাজ্যবাদী স্বপ্ন' কাজ করছে৷ যুদ্ধের মাধ্যমে জমি দখলের এমন প্রচেষ্টা অত্যন্ত স্পষ্ট৷ শলৎস বলেন, কোনোমতেই এমন আচরণ মেনে নেওয়া যায় না এবং সেটা করাও হবে না৷ জার্মানি তথা ন্যাটোকে প্রতিরক্ষা নিশ্চিত করতে সবকিছু করতে হবে৷ তাই জার্মান সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে, বলেন জার্মান চ্যান্সেলর৷ উল্লেখ্য, জার্মান সংসদের প্রতিরক্ষা কমিটির সদস্যরা বর্তমানে ‘অ্যারো ৩' ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে নিজস্ব ধারণা পেতে ইসরায়েল সফর করছেন৷ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে জার্মানি বর্তমান দুর্বলতা দূর করতে চাইছে৷
নর্থরাইন ভেস্টফেলিয়া রাজ্য সংসদে এক ভাষণে জার্মান চ্যান্সেলর চলমান সংকট সম্পর্কে বক্তব্য রাখেন৷ তার মতে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং বিশাল মাত্রার হুমকি বয়ে আনছে৷ মুক্ত বিশ্ব ঐক্যবদ্ধভাবে রাশিয়ার উপর দ্রুত কার্যকর নিষেধাজ্ঞা চাপিয়ে সঠিক কাজ করেছে৷ শলৎস এ প্রসঙ্গে মনে করিয়ে দেন, যে এমনকি ইউক্রেনের রুশভাষী মানুষও রাশিয়ার আগ্রাসনের মোকাবিলা করছেন৷ তার মতে, ইউক্রেনের মানুষ যে নিজস্ব রাষ্ট্রে বাস করতে চান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সেটা বুঝতে ভুল করেছেন৷ ফলে তাঁর সেনাবাহিনী প্রবল প্রতিরোধের মুখে পড়েছে৷
জার্মান চ্যান্সেলর বলেন, গত কয়েক দশকে নিরাপত্তার ক্ষেত্রে যে সাফল্য অর্জন করা গেছে, তার মধ্যে ইউরোপের দেশগুলির বর্তমান সীমানা সম্পর্কে গ্যারেন্টি অন্যতম৷ রাশিয়ার সঙ্গে যৌথ সিদ্ধান্তের ক্ষেত্রেও সেই ঐক্য ও অখণ্ডতার উপর জোর দেওয়া হয়েছে৷ ঐতিহাসিক সীমানার দিকে হাত বাড়ালেই ইউরোপে যুদ্ধ অবশ্যম্ভাবী৷ পুটিনের এমন মনোভাবকে ভুল হিসেবে তুলে ধরেন শলৎস৷
মঙ্গলবারই টেলিফোনে বর্তমান পরিস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বের নেতাদের সঙ্গে আলোচনা করেন শলৎস৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার উপর চাপ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন৷ তারা আবার পুটিনের উদ্দেশ্যে অবিলম্বে অস্ত্রবিরতি এবং ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন৷ আপাতত মারিউপোল শহর থেকে নিরীহ মানুষের উদ্ধারের জন্য ‘মানবিক করিডোর' গড়ে তোলার উপর জোর দিয়েছেন শীর্ষ নেতারা৷ সেইসঙ্গে ইউক্রেনের মানুষের জন্য ত্রাণসাহায্য পাঠানোর ব্যবস্থা করতে চান তারা৷
এসবি/কেএম (ডিপিএ, এএফপি)