অস্ত্র বিক্রি বাড়ালো জার্মানি
১৫ নভেম্বর ২০১৭স্টেফান লিবিশ একটি প্রশ্ন করেছিলেন সংসদে আর তার উত্তর জানার পর থেকেই চলছে ম্যার্কেল সরকারের সমালোচনা৷ সাম্প্রতিক সময়ে জার্মান সরকার কী হারে অস্ত্র রপ্তানি করছে সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিলেন বাম দলের এই নেতা৷ এর জবাবে জার্মান অর্থমন্ত্রী জানান, সম্প্রতি সৌদি আরব এবং মিশরে ৪৫০ মিলিয়ন ইউরো, অর্থাৎ ৫২৬ মিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানির সিদ্ধান্ত অনুমোদন করেছে জার্মান সরকার৷ এর মধ্যে মিশরে যাবে প্রায় ৩০০ মিলিয়ন ইউরোর অস্ত্র৷ সৌদি আরবের কাছে এই দফায় জার্মানি বিক্রি করবে তার ঠিক অর্ধেক, অর্থাৎ ১৫০ মিলিয়ন ডলারের অস্ত্র৷
আশ্চর্যের বিষয় হলো, সৌদি আরব আর মিশরে প্রায় চারশ' মিলিয়ন ইউরোর যে অস্ত্র জার্মানি রপ্তানি করছে, তা শুধু এ বছরের শেষ চার মাসের হিসেব৷ গত বছরের তুলনায় তা কোনো কোনো ক্ষেত্রে সাত গুণেরও বেশি৷ গত বছর, অর্থাৎ ২০১৬ সালের শেষ চার মাসে, জার্মানি মিশরের কাছে বিক্রি করেছিল মাত্র ৪৫ মিলিয়ন ইউরোর অস্ত্র এবং সৌদি আরবে ৪১ মিলিয়ন ডলারের অস্ত্র৷
বিরোধীরা মিশর এবং সৌদি আরবের ‘স্বৈরাচারী' সরকারের কাছে এমন বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির কারণে ম্যার্কেলের জোট সরকারের সমালোচনায় মুখর৷ সৌদি আরব আর মিশর এ অস্ত্র কোথায়, কার বিরুদ্ধে ব্যবহার করছে সে বিষয়টি চিন্তা করে দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা৷
অস্ত্রবিরোধী আন্দোলনের সংগঠন ‘আউটক্রাই অ্যাকশন – স্টপ দ্য আর্মস ট্রেড'-এর মুখপাত্র ইয়ুর্গেন গ্র্যাসলিন জার্মান সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, সরকার অস্ত্র বিক্রি সংক্রান্ত তথ্য প্রকাশে সদা অনিচ্ছুক, কিন্তু তাদের এ বিষয়ে স্পষ্ট করে বলতেই হবে৷
সৌদি আরব এবং মিশরের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘ইয়েমেনে হাজারো মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি করতে হবে তাদের৷ ''
আরব বিশ্বের দরিদ্র দেশ ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর সামরিক হস্তক্ষেপের কারণে এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে৷ চলমান যুদ্ধের কারণে ভয়াবহ অর্থনৈতিক এবং মানবিক সংকটে পড়েছে দেশটি৷
বেন নাইট/এসিবি