বিদ্যুৎ পরিস্থিতি
১০ মার্চ ২০১২বাংলাদেশের বিদ্যুৎ সচিব মো. আবুল কালাম আজাদ ভারতের নতুন দিল্লিতে বিদ্যুৎ আদান-প্রদান সংক্রান্ত যৌথ স্টেয়ারিং কমিটির বৈঠকে যোগ দিয়ে ঢাকায় ফিরেছেন৷ ঢাকায় ফেরার পর তিনি ডয়চে ভেলেকে জানান, বাংলাদেশের পিডিবি ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এনটিপিসি'র সঙ্গে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি করেছে৷ এর বাইরে, আরো ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনা হবে ভারতের খোলা বাজার থেকে টেন্ডারের মাধ্যমে৷ আর এই ৫০০ মেগাওয়াট বিদ্যুত ২০১৩ সালের জুন মাস থেকে পাওয়া যাবে৷
তিনি জানান, এজন্য বাংলাদেশ ও ভারতের মধ্য সঞ্চালন লাইন তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে৷ তাঁর মতে, এই সঞ্চালন লাইনের জন্যই আগামী জুন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে৷ নয়তো এখনই ভারত থেকে বিদ্যুৎ আমদানি সম্ভব হতো৷
বিদ্যুৎ সচিব জানান, বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে বাংলাদেশের বাগেরহাটে একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও চুক্তি হয়েছে৷ ঐ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে৷
এদিকে, নতুন দিল্লির বৈঠকে ভারতের ত্রিপুরা এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যাপারেও কথা হয়েছে বলে জানান বাংলাদেশের বিদ্যুৎ সচিব৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ