1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্যুৎ পরিস্থিতি

১০ মার্চ ২০১২

আগামী বছরের জুন মাসে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ৷ প্রতি ইউনিটের দাম পড়বে চার টাকা৷ আর বাংলাদেশ ও ভারত যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে ১৩শ' মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে৷

https://p.dw.com/p/14ITv
A scientific officer works in the control room of the Kalpakkam Atomic Center at Kalpakkam, around 65 kilometers (41 miles) south of Madras, India, Tuesday Dec. 28, 2004. India's government said Tuesday that the nuclear power plant that was damaged by tidal waves on Sunday in southern India was safe and there was no threat of radiation. (AP Photo/M. Lakshman)
Indien Atomkraft Atomkraftwerk in Kalpakkamছবি: AP

বাংলাদেশের বিদ্যুৎ সচিব মো. আবুল কালাম আজাদ ভারতের নতুন দিল্লিতে বিদ্যুৎ আদান-প্রদান সংক্রান্ত যৌথ স্টেয়ারিং কমিটির বৈঠকে যোগ দিয়ে ঢাকায় ফিরেছেন৷ ঢাকায় ফেরার পর তিনি ডয়চে ভেলেকে জানান, বাংলাদেশের পিডিবি ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এনটিপিসি'র সঙ্গে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি করেছে৷ এর বাইরে, আরো ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনা হবে ভারতের খোলা বাজার থেকে টেন্ডারের মাধ্যমে৷ আর এই ৫০০ মেগাওয়াট বিদ্যুত ২০১৩ সালের জুন মাস থেকে পাওয়া যাবে৷

তিনি জানান, এজন্য বাংলাদেশ ও ভারতের মধ্য সঞ্চালন লাইন তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে৷ তাঁর মতে, এই সঞ্চালন লাইনের জন্যই আগামী জুন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে৷ নয়তো এখনই ভারত থেকে বিদ্যুৎ আমদানি সম্ভব হতো৷

বিদ্যুৎ সচিব জানান, বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে বাংলাদেশের বাগেরহাটে একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও চুক্তি হয়েছে৷ ঐ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে৷

এদিকে, নতুন দিল্লির বৈঠকে ভারতের ত্রিপুরা এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যাপারেও কথা হয়েছে বলে জানান বাংলাদেশের বিদ্যুৎ সচিব৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য