1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অধিকার আদায়ে গান

১৫ ডিসেম্বর ২০১৭

নিজের অধিকারের লড়াইয়ে গানকে হাতিয়ার হিসেবে ব্যবহার নতুন কিছু নয়৷ সে ধারাতে নতুন মাত্রা যোগ করলো সৌদি নারীদের এই ভিডিও৷

https://p.dw.com/p/2pPzc
Saudi Arabien Frau in einem Park in Jeddah
ছবি: Reuters/R. Baeshen

পুরুষ অভিভাবকের অধীনে নারীদের পথ চলার ইঙ্গিত দিয়ে শুরু হয় মিউজিক ভিডিওটি৷ তবে এর পরই নেকাবে মুখ ঢাকা থাকলেও, রঙীন পোষাক পরা নারীদের দেখা যায় স্কেটিং করছে, বাস্কেটবল খেলছে, পার্টিতে মজা করছে৷

আরবি ভাষায় এ গানের মূল ভাষ্য, ছেলেরা নিশ্চিহ্ন হোক, তারা আমাদের মন ভাঙে/তারা কেউই স্বাভাবিক নয়, তারা অসুস্থ৷ মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মাজেদ আল-ইসা৷ এ বছরের শুরুর দিকে মিউজিক ভিডিও আপলোড করা হয়৷ দারুণ উপভোগ্যভাবে পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় সৌদি নারীদের হতাশার বিষয়টি তুলে আনা এ গানটি সাথে সাথেই পায় বিপুল জনপ্রিয়তা৷ লক্ষ লক্ষ ‘লাইক' আর ‘কমেন্ট' নিয়ে বছর শেষেও মিউজিক ভিডিওটি সমানভাবে আলোচিত সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ সম্প্রতি নারীরা গাড়ি চালানোর অধিকার পেলেও রক্ষণশীল মুসলিম সমাজে এখনো তা দেখা হয় নিন্দার চোখে৷

আরএন/ডিজি