ইউরো এলাকায় আশার আলো
২ অক্টোবর ২০১৩ইউরো এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ জার্মানির সাধারণ নির্বাচনে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও তাঁর দলের বিশাল জয় সত্ত্বেও জোট গড়ার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে বলে মনে করা হচ্ছে৷ আপাতত ম্যার্কেল যে দুই দলের সঙ্গে জোট গড়ার বিষয়ে আলোচনা করছেন৷ পর্যবেক্ষকদের মতে, কিছু ক্ষেত্রে তাদের কর্মসূচি একেবারে আলাদা হওয়ায় ঐকমত্যে আসা কঠিন হবে৷ ততদিন বিদায়ী সরকারই কাজ চালিয়ে যাবে৷ সবচেয়ে বড় সমস্যা হলো, নতুন সরকার না গড়া পর্যন্ত ইউরোপীয় স্তরে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে থাকবে৷ তবে ইউরোপ সংক্রান্ত নীতির ক্ষেত্রে নতুন জোট সরকারও ধারাবাহিকতা বজায় রাখবে বলে ধরে নেয়া হচ্ছে৷
এদিকে ইটালি সহ ইউরো এলাকার সংকটগ্রস্ত দেশগুলির অবস্থার কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে৷ কড়া সংস্কারের ধাক্কা সামলাতে ইটালির সরকার বিক্রয় কর বাড়ানোর যে লক্ষ্য স্থির করেছে, ব্যার্লুস্কোনির দল সরকার থেকে সরে গেলে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে৷ তাছাড়া গোটা সংস্কার প্রক্রিয়ার ভবিষ্যৎ কী হবে, সেটাও বড় প্রশ্ন৷ বুধবারই সংসদে আস্থা ভোটের মুখে পড়তে হবে প্রধানমন্ত্রী এনরিকো লেটাকে৷
এদিকে আন্তর্জাতিক চাপে সংস্কার চালিয়ে স্পেনের ব্যাংকিং ক্ষেত্র সংকট কাটিয়ে উঠছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন ও ইসিবি৷ তবে ঝুঁকি একেবারে কেটে যায়নি৷ তাছাড়া অর্থনীতির অবস্থা দুর্বল থাকার ফলেও স্পেনে উন্নতির সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না৷ পর্তুগালে সরকারি বাজেটের ঘাটতি কমছে, অর্থাৎ সেখানেও সংস্কারের সুফল দেখা যাচ্ছে৷ গ্রিসের সংস্কারের উপর কড়া নজর রাখছে আন্তর্জাতিক দাতারা৷ জনবিক্ষোভ সত্ত্বেও সরকারকে একের পর এক অপ্রিয় পদক্ষেপ নিতে হচ্ছে৷
মার্কিন বাজেট নিয়ে অচলাবস্থা ও ইটালির সরকারে সংকটের কারণে ইউরোপের পুঁজিবাজারও কিছুটা আশঙ্কায় ভুগছে৷ নির্বাচনের পর জার্মানিতে সরকার গঠনের প্রক্রিয়া আগামী জানুয়ারি মাস পর্যন্ত বিলম্বিত হতে পারে, এই খবরও বাজারকে কিছুটা হতাশ করছে৷ তবে কিছু সুখবরও আছে৷ ইউরো এলাকার অর্থনৈতিক সূচক গত দুই বছরে সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছেছে৷ মূল্যস্ফীতির হারও গত সাড়ে তিন বছরে সবচেয়ে নীচু মাত্রায় পৌঁছে গেছে৷ বুধবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ০ দশমিক ৫ শতাংশই বজায় রাখবে বলে ধরে নেয়া হচ্ছে৷ এমনকি বেকারত্বের মাত্রাও আর নতুন করে বাড়ছে না৷ ফলে সব মিলিয়ে পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল বলা চলে৷
এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এপি)