যানজটে ক্ষতি
২৮ অক্টোবর ২০১২ঢাকা ও চট্টগ্রামের মধ্যে প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার কন্টেইনার সমপরিমাণ পণ্য যাতায়াত করছে৷ এগুলোর মধ্যে যেমন রয়েছে আমদানি পণ্য৷ তেমনি রয়েছে রপ্তানির উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া মালামাল৷ কিন্তু সড়কপথে চরম যানজটের কারণে পণ্য পরিবহনে মাঝেমধ্যেই বেশ সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের৷ ফলে অনেক সময় আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে তাদের৷ আর রেলপথে সমস্যা হচ্ছে দীর্ঘসময়৷ ঢাকা থেকে চট্টগ্রামে একটা কন্টেইনার পৌঁছাতে সময় লাগে ২২ দিন৷ তথ্যটা এ কে এম মাসুদ করিমের৷ তিনি জার্মান সংস্থা গ্যার্মানিশের লয়েড - জিএল'এর বাংলাদেশ দপ্তরের ব্যবস্থাপনা পরিচালক৷ রবিবার চট্টগ্রামে এক সেমিনারে এসব সমস্যার সমাধান কী হতে পারে তা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি৷
বিজিএমইএ এবং আইবিএফবি সংস্থা যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে৷ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জন ড্যানিলোউইজ উপস্থিত ছিলেন সেখানে৷
সমস্যার সমাধানে সরকারের উদ্যোগে নারায়ণগঞ্জের পানগাঁওতে একটি অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল গড়ে তোলা হচ্ছে৷ আগামী মার্চে সেটা উদ্বোধনের পরিকল্পনা করা হচ্ছে৷ নৌপথে পণ্য পরিবহনের লক্ষ্যে এই টার্মিনাল তৈরি হচ্ছে৷ এছাড়া বেসরকারি খাতে আরও তিন-চারটি টার্মিনাল তৈরির অনুমতি দেয়া হয়েছে বলে ডিডাব্লিউকে জানান মাসুদ করিম৷ তিনি বলেন, ‘‘চট্টগ্রাম থেকে পানগাঁও টার্মিনালের যে দূরত্ব তাতে একেকটি কন্টেইনার ঢাকায় পৌঁছতে দুই থেকে তিন দিন লাগবে৷''
মাসুদ করিম বলেন, চট্টগ্রাম টু পানগাঁও নৌপথের কথা বিবেচনা করে সরকার কন্টেইনার জাহাজের একটা নির্দিষ্ট পরিমাপ ঠিক করে দিয়েছে৷ এর ফলে একেকটা জাহাজে ১৪০টি কন্টেইনার পরিবহন করা সম্ভব হবে৷ সরকার ইতিমধ্যে এ ধরণের ৩২টি জাহাজ তৈরির অনুমতিও দিয়েছে বলে জানালেন তিনি৷ দেশি কোম্পানিগুলোই এসব জাহাজ তৈরি করবে৷
মাসুদ করিম বলেন, তাঁর জানামতে এখন পর্যন্ত মাত্র তিনটি জাহাজের নির্মাণকাজ শুরু হয়েছে৷ আগামী মার্চে পানগাঁও টার্মিনাল চালুর আগে সেগুলো তৈরির কাজ শেষ হবেনা বলেও জানান তিনি৷ অর্থাৎ টার্মিনাল চালু থাকবে, কিন্তু সেটা ব্যবহারের জাহাজ থাকবে না৷ এছাড়া তিনটি বাদে ৩২টি জাহাজের বাকিগুলো তৈরির কাজ কবে শুরু হবে আর কবে শেষ হবে তা কেউ জানে না৷ এমন পরিস্থিতি কেন তৈরি হলো? উত্তরে মাসুদ করিম বলেন,‘‘বিভিন্ন সমস্যা হতে পারে৷ এর মধ্যে একটা হতে পারে সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা৷ যিনি জাহাজ তৈরির অনুমিত পেয়েছেন তাঁর হয়তো বিভিন্ন হিসেব মেলাতেই সময় চলে যাচ্ছে৷ তিনি হয়তো ব্যাংক থেকে ঋণ পাচ্ছে না৷ ফলে প্রয়োজনীয় উপকরণ কিনতে পারছেন না তাঁরা৷''