নির্বাক ছবি
২৭ ফেব্রুয়ারি ২০১২সাদাকালো ছবি, নেই কোনো সংলাপ৷ ফ্রান্সের এক অখ্যাত পরিচালকের তৈরি এমন ছবি যে একের পর এক পুরস্কার জিতে যাবে, এমনটা কেউ ভাবতে পারে নি৷ রবিবার রাতেও অস্কার'এর অনুষ্ঠানে এর কোনো ব্যতিক্রম ঘটলো না৷
এই প্রথম কোনো ফরাসি নাগরিক সেরা অভিনেতার পুরস্কার পেলেন৷ মঞ্চে উঠে দুজার্দ্যাঁ বলেন, ‘‘আমি আপনাদের দেশটিকে খুব ভালবাসি৷ ইংরাজি ভাষায় কয়েকটি কথা বলেই বাকি বক্তব্যের জন্য বেছে নিলেন নিজের ভাষা ফরাসিকে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজিও ‘দ্য আর্টিস্ট'এর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন৷ তিনি সামগ্রিকভাবে উচ্চ মানের ফরাসি চলচ্চিত্রের সাফল্যেরও প্রশংসা করেন৷ তিনি এও মনে করিয়ে দেন, ফ্রান্সের সরকার কীভাবে এই সব ছবির পৃষ্ঠপোষকতা করে থাকে৷
মার্টিন স্করসেজি পরিচালিত ত্রিমাত্রিক ছবি ‘হিউগো'র ঝুলিতেও পড়েছে ৫টি অস্কার৷ ১১টি মনোনয়ন পেয়ে ছবিটি ছিল তালিকার শীর্ষে৷ ঠিক তার পরেই ১০টি মনোনয়ন পেয়ে দ্বিতীয় স্থানে ছিল ‘দ্য আর্টিস্ট'৷
ছবি হিসেবে ‘দ্য আর্টিস্ট' ও ‘হিউগো' মনোযোগ আকর্ষণ করলেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেরিল স্ট্রিপ৷ ‘দ্য আয়রন লেডি' ছবিতে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার'এর ভূমিকায় অভিনয় করে তিনি প্রচুর প্রশংসা কুড়চ্ছেন৷ তিনি এই নিয়ে তিন বার এই সম্মান অর্জন করলেন৷ ৬২ বছরের মেরিল স্ট্রিপ ছাড়াও বিগত দিনের আরেক অভিনেতা পেলেন ‘বেস্ট সাপোর্টিং অ্যাক্টর'এর সম্মান৷ ক্যানাডার ক্রিস্টোফার প্লামার ‘বিগিনার্স' ছবিতে তিনি বিপত্নীক বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেন৷
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু দেশ হিসেবে ইরানের পরিচালক আসগর ফরহাদি'র অস্কার জয় এবছরের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে৷ সেরা বিদেশি ছবির পুরস্কার পেয়েছে ‘এ সেপারেশন'৷ তিনি ২০১১ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণ ভল্লুক'ও পেয়েছিলেন৷ ইরানের মানুষ রাত জেগে অস্কার অনুষ্ঠান দেখেছেন৷ তবে সরকারি সংবাদ মাধ্যম অবশ্য বিষয়টিকে কোনো গুরুত্ব দিতে প্রস্তুত নয়৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক