নতুন আইফোন!
৫ সেপ্টেম্বর ২০১৩অ্যাপল কোম্পানির আইফোন এখন অবধি পাওয়া গেছে দু'টি রংয়ে৷ সাদা এবং কালো৷ এবার কি আইফোনের রংয়ে পরিবর্তন আসবে? বাজার বিশেষজ্ঞরা ধারণা করছেন, অ্যাপল সম্ভবত আরো পাঁচ বা ছ'টি রংয়ের আইফোন বাজারে ছাড়বে৷ এতে করে হালের ‘ফ্যাশন কনসেপ্ট'-এর সঙ্গে আরো মানানসই হয়ে উঠবে এটি৷
চমক কি শুধু এতটুকুই? মোটেই না৷ গত জুনে রয়টার্স জানায়, চলতি বছর আইফোনের দু'টি সংস্করণ প্রকাশ করতে পারে অ্যাপল৷ এদের একটি হবে আইফোন ফাইভএস৷ স্মার্টফোনের নতুন এই সংস্করণে থাকবে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি৷ আর অপরটি হবে সস্তা সংস্করণ৷
এশিয়ার বাজারে আধিপত্য বাড়াতে চাইলে সস্তা সেটের বিকল্প সম্ভবত আইফোনের কাছে নেই৷ সর্বশেষ আইফোন ফাইভ-এর বাজার মূল্য ছয়শো ইউরোর বেশি৷ এত টাকা দিয়ে ফোন কেনা অনেকের পক্ষেই সম্ভব নয়৷ আবার আইফোনের প্রতি মানুষের আগ্রহও অনেক৷ এই আগ্রহ বিবেচনা করে, বিশেষ করে চীন এবং ভারতের জন্য অ্যাপল সম্ভবত প্লাস্টিক কেসিং-এর সস্তা আইফোন বাজারে আনবে৷ চীনে চলতি বছর স্মার্টফোনের কদর বেড়েছে ৪৮ শতাংশ৷ গোটা বিশ্বে এই বৃদ্ধির হার ৩১ শতাংশ৷
বাজার বিশ্লেষকরা বলছেন, আইফোনের সস্তা সংস্করণ বাজারে ছেড়ে স্যামসাং-এর উপর খানিকটা শোধ নিতে পারে অ্যাপল৷ কেননা স্যামসাং-এর রয়েছে বিভিন্ন মূল্যের স্মার্টফোন৷ ফলে এশিয়ার বাজারে তাদের বিক্রি-বাট্টা অ্যাপলের তুলনায় বেশি৷ এবার সস্তা আর রঙিন ফোন দিয়ে সেই বাজারের দখল নিতে পারে অ্যাপল৷ তবে এসবের কোনো কিছুই এখনো আনুষ্ঠানিক নয়৷ আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে ১০ সেপ্টেম্বর অবধি৷
এআই/ডিজি (রয়টার্স)