আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের পক্ষে মমতা
২০ মার্চ ২০২০কলকাতা শহরসহ পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত দুই। দুই ক্ষেত্রেই সংক্রমণ এসেছে বিদেশ থেকে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্রিটেন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে যারাই এখন কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাচ্ছেন, তাদের ডাক্তারি পরীক্ষা এবং কোয়ারান্টাইনের ব্যবস্থা করতে হচ্ছে। এই চাপ কমাতে আপাতত কলকাতা বিমানবন্দরে বিদেশি বিমান অবতরণ করতে না দেওয়ার প্রস্তাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার রাজ্য সচিবালয় নবান্নে তিনি বলেন, বৃহত্তর জনস্বার্থে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি হওয়া জরুরি।
রাজ্যে মুখ ঢাকার কাপড়ের মাস্ক এবং হাত জীবাণুমুক্ত করার স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী এদিন আশ্বস্ত করে বলেন, জরুরি ভিত্তিতে দুটি জিনিসই তৈরি করা হচ্ছে। রাজ্য সরকার এজন্য বিশেষ তহবিল গড়েছে। কিন্তু যতদিন না সরবরাহ স্বাভাবিক হচ্ছে, সাবান দিয়ে হাত ধোয়া, হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখার পাশাপাশি রুমাল দিয়ে মুখ ঢাকার পরামর্শ দেন তিনি। কীভাবে রুমালে মুখ ঢাকতে হবে, হাতেকলমে দেখিয়েও দেন তিনি।
বস্তুত মমতা ব্যানার্জি সীমিত সামর্থ নিয়েই করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাইছেন। এর আগে তিনি রাজ্যের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলির কাছে আবেদন করেন, মানবিক দৃষ্টিকোণ থেকে চলতি সংকটকে দেখতে। বিপদে মানুষের পাশে দাঁড়াতে।
কিন্তু দৃশ্যত সমস্যা হচ্ছে উচ্চবিত্ত শ্রেণীকে নিয়ে, যাঁরা বিদেশ থেকে আসছেন এবং রোগ গোপন করে ঢুকে পড়ছেন শহরে।