আফগানিস্তানে রেস্তোরাঁয় ‘হিজাব পরা’ রোবট
১৬ ফেব্রুয়ারি ২০২০জাপানে তৈরি রোবটটির মাথা এমনভাবে নকশা করা হয়েছে যে দেখতে মনে হয়, সে হিজাব পরে রয়েছে৷
দারি, পশতু ভাষা ছাড়াও তিমেয়া ইংরেজি বলতে পারে৷ টাইম রেস্টুরেন্টের অতিথিদের সে বার্গার, কোলা ইত্যাদি পরিবেশন করে থাকে৷
রোবটের কাছ থেকে খাবার পেয়ে খুশি অতিথিরা৷ ‘‘বিষয়টা দারুন৷ কারণ এই প্রথম আফগানিস্তানের কোনো রেস্টুরেন্টে রোবট খাবার দিচ্ছে,’’ বলেন ৩০ বছর বয়সি জাহরা বরকজাই৷
১৩ বছরের জুহাল বলছে, এতদিন পর্যন্ত সে শুধু কার্টুনে রোবট দেখেছে৷ ‘‘আমি কখনও ভাবিনি যে, কোনো একদিন আমার শহরের প্রিয় রেস্টুরেন্টে আমি রোবটের দেখা পাব,’’ বলেছে সে৷
কয়েক দশকের যুদ্ধের কারণে আফগানিস্তানে প্রযুক্তি বিষয়ক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে ২০১৭ সালে আফগান মেয়েদের নিয়ে গড়া একটি রোবটিক দলকে প্রতিযোগিতায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভিসা দিতে অস্বীকৃতির খবর বিশ্ব গণমাধ্যমের খবর হয়েছিল৷ পরে অবশ্য তাদের ভিসা দেয়া হয়৷
এরপর এস্তোনিয়ার এক প্রতিযোগিতায় ঐ দলের সৌরশক্তি চালিত রোবট একটি পুরস্কার পায়৷
জেডএইচ/কেএম (রয়টার্স)
ঢাকার রোবট রোস্তোরাঁ নিয়ে দেখুন ২০১৭ সালের নভেম্বরের এই ছবিঘর...