আবার ট্রাম্পের সঙ্গে উনের সাক্ষাৎ
৩০ জুন ২০১৯ক্ষমতায় থাকা অবস্থায় ডিমিলিটারাইজড জোন সফরে যাওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমি খুব ভালো বোধ করছি৷ এখানে আসাটা খুব সম্মানের ব্যাপার৷ সীমানার ওপারে যেতে পেরে আমি গর্বিত বোধ করছি৷''
উনের সঙ্গে ‘দারুণ বন্ধুত্ব' রয়েছে দাবি করে তাঁকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন বলেও জানান ট্রাম্প৷
এদিকে উন জানান, ট্রাম্পের সঙ্গে তাঁর ‘দুর্দান্ত' সম্পর্ক রয়েছে৷ এই সম্পর্ক দুই দেশের মধ্যে থেমে থাকা পরমাণু শক্তি বিষয়ক আলোচনা আবার শুরুতে সহায়তা করবে বলে মনে করেন উন৷
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাতেই একদিনের সিদ্ধান্তে দুই নেতার দেখা করা সম্ভব হয়েছে বলে মনে করেন উত্তর কোরিয়ার নেতা৷ উন সাংবাদিকদের বলেন, ‘‘আমি নিশ্চিত, আমাদের সামনে যেসব বাধা রয়েছে, আমাদের সম্পর্কের কারণে আমরা তা উৎরে যেতে পারবো৷''
‘শান্তির পক্ষে হ্যান্ডশেক'
দক্ষিণ কোরিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট যে উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন, তা আগেই জানিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন৷ দুই দেশের মধ্যে ঠিক সীমানায় অবস্থিত পানমুনজম গ্রামকে এই বৈঠকের স্থান হিসেবে বেছে নেয়া হয়৷
ডিমিলিটারাইজড জোনে কয়েক স্তরের কাঁটা তার, মাইন ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা রয়েছে৷ দুই কোরিয়ার মধ্যে যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল কয়েক দশক আগে, তা আনুষ্ঠানিকভাবে এখনও শেষ হয়নি৷
এর আগে ফেব্রুয়ারিতে ভিয়েতনামে বৈঠক হয় ট্রাম্প-উনের৷ তারও আগে গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে প্রথমবারের মতো ঐতিহাসিক বৈঠকে বসেন এই দুই নেতা৷ দুই বৈঠক থেকেই পরমাণু ইস্যুতে কোনো সিদ্ধান্ত আসেনি৷
ট্রাম্প অবশ্য জানিয়েই দিয়েছেন, এই বিষয়ে তাঁর কোনো তাড়াহুড়া নেই৷
এডিকে/এআই (রয়টার্স, এপি, ডিপিএ)