1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজতুরস্ক

আবার বড় ভূমিকম্প তুরস্কে

২১ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্ক-সিরিয়া সীমান্তের কাছে আবার ভূমিকম্প। পরপর দুইবার কম্পন অনুভূত হয়েছে। ফের মৃত্যু। নিখোঁজ অনেকে।

https://p.dw.com/p/4Nm27
তুরস্কে ভূমিকম্প
ছবি: Clodagh Kilcoyne/REUTERS

নতুন করে ভূমিকম্পে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আবার বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধারকাজ শুরু হয়েছে।

সোমবার পরপর দুইবার কম্পন অনুভূত হয় দক্ষিণ-পূর্ব তুরস্কে। সিরিয়ার সীমান্তের এই অঞ্চলে প্রথম কম্পনটির মাত্রা ছিল ছয় দশমিক চার। পরেরটি পাঁচ দশমিক আট। উদ্ধারকারীরা সেখানে ছিলেন। কারণ, দুই সপ্তাহ আগে ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এই অঞ্চলে। উদ্ধারকাজ এখনো সম্পূর্ণ হয়নি। তারই মধ্যে এদিন ফের ভূমিকম্প হয়। এদিনও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গেছে বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারীরা এখনো পর্যন্ত তিনজনের দেহ উদ্ধার করেছেন। তবে আরো মানুষ আটকে আছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

স্থানীয় সময় সন্ধে আটটা নাগাদ এদিন প্রথম কম্পন অনুভূত হয়। এর তিন মিনিটের মধ্যে হয় দ্বিতীয় কম্পন। স্থানীয় মানুষ ডয়চে ভেলেকে জানিয়েছেন, মনে হচ্ছিল পায়ের নিচের মাটি সরে যাবে। পৃথিবী দুইভাগে ভাগ হয়ে যাবে। ভূমিকম্পের পরেই দক্ষিণ-পূর্বের একাধিক শহরে মানুষ রাস্তায় নেমে পড়েন আতঙ্কে। নতুন করে বাড়ি ধসে পড়ার ঘটনা ঘটেছে। তুরস্কে আহত হয়েছে ২১৩জন। সিরিয়ায় ৪৭০জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। মিশর এবং লেবাননেও কম্পন অনুভূত হয়েছে।

এর আগের ভূমিকম্পে এখনো পর্যন্ত ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এখনো সমস্ত দেহ উদ্ধার করা যায়নি। সিরিয়া এবং তুরস্কের সীমান্তেই আগেরবার ভূমিকম্প হয়েছিল। এদিনের ভূমিকম্পের পর কিছুক্ষণের জন্য উদ্ধারকাজ ব্যাহত হয়।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি, এপি)