1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবাইকে প্রতিবাদ করতে হবে

২১ অক্টোবর ২০১৬

ঢাকার মিরপুরে বিসিআইসি স্কুলের দুই ছাত্রী এবং যমজ বোন ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে৷ তাদের একজনের পা ভেঙ্গে গেছে৷ তবে তাদের নিয়ে গর্বিত তাদের বাবা মো. আহসান হাবিব৷

https://p.dw.com/p/2RWpP
Proteste gegen Gebühren in Schulen in Bangladesh
প্রতিবাদের ফাইল ছবিছবি: DW

তিনি ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘আমি তাদের নিয়ে গর্বিত, তারা প্রতিবাদ করেছে৷ তাদের মতো সবাই এভাবে প্রতিবাদ করলে ইভটিজাররা আর সাহস পাবে না৷'' বুধবার সকাল ১১টার দিকে কয়েকজন তরুণ বিসিআইসি স্কুলের একাদশ শ্রেণির দুই ছাত্রীকে উত্যক্ত করলে তারা এর প্রতিবাদ জানায়৷ আর এতে ক্ষিপ্ত হয়ে ইভটিজাররা তাদের দু'জনকে বাঁশ দিয়ে পিটায়৷ দু'জনই আহত হয় তবে একজনের পা ভেঙ্গেছে৷ পুলিশ একজনকে আটক করেছে৷ কিন্তু মূল ইভটিজার কালাম এখনো পলাতক৷

ওই দুই ছাত্রীর বাবা মো. আহসান হাবিব ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা মেয়েরা আহত হয়েছে, কিন্তু আমি তাদের নিয়ে গর্ব করি, কারণ তারা প্রতিবাদ করেছে৷ এভাবে প্রতিবাদ করলেই অপরাধীরা দমবে, নয়তো তারা আরো বেপরোয়া হবে৷ আমার মেয়েরা প্রতিবাদ করে সঠিক কাজটি করেছে৷''

Ahsan Habib - MP3-Stereo

তিনি দুঃখ করে বলেন, ‘‘আমাদের সমাজের মূল সমস্যা হলো সচেতনতার অভাব৷ ঘটনার সময় আমার মেয়েরা যখন ‘হেল্প হেল্প' বলে চিৎকার করছিল, তখন কেউ এগিয়ে যায়নি৷ উল্টো তারা ছবি, সেলফি আর ভিডিও করায় ব্যস্ত ছিল৷ আমার মেয়েরা ফোন নাম্বার দিয়ে বলেছে আমার বাবাকে ফোন করো৷ কেউ ফোন করেনি৷ এটা আমাকে কষ্ট দিয়েছে৷''

তিনি আরো বলেন, ‘‘আমি দেশের আইন অনুযায়ী অপরাধীদের শাস্তি চাই৷ আর দেশের মানুষকে আরেকটু সচেতন এবং প্রতিবাদী হওয়ার আহ্বান জানাই৷''

একই দিনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক বখাটের প্রেম নিবেদনে সাড়া না দেওয়ায় তাহমিনা আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুড়িকাঘাতে গুরুতর জখম করা হয়৷ গত ৩ অক্টোবর সিলেটে খাদিজা আক্তার নার্গিস নামে সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে কুপিয়ে আহত করে এক ছাত্রলীগ নেতা বদরুল আলম (২৬)৷

Sultana kamal - MP3-Stereo

মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতু মণ্ডলকে (১৪) বিদ্যালয়ে যাওয়ার পথে ১৮ সেপ্টেম্বর সকালে কুপিয়ে হত্যা করা হয়৷ বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী, গত আট বছরে সারা দেশে নারী নির্যাতনের ঘটনা ঘটে ৩৮ হাজার ৪৯৮টি৷ এর মধ্যে যৌন নির্যাতনের ঘটনা ৫১৭টি, অপহরণের ঘটনা ১ হাজার ৫৪৫, উত্ত্যক্তের শিকার হয়েছে ৩ হাজার ৭৮০ জন নারী৷ উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছে ১৩৮ জন৷ দেশজুড়ে বখাটেদের উৎপাত আরো ভয়াবহ৷

মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সাবেক নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিচার না হওয়ার কারণেই অপরাধীরা বেপরোয়া৷ সরকার এনজিও'র ব্যাপারে আইন করতে পারে খুব দ্রুত, কিন্তু উচ্চ আদালতের কঠোর নির্দেশনা থাকার পরও ইভটিজিং বন্ধে এখনো আইন হয়নি৷ আসলে আমাদের বুঝতে হবে সরকার কোনটাতে গুরুত্ব দেয়, কোনটাকে দেয় না৷''

তিনি আরো বলেন, ‘‘একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু বিচার হয়না বললেই চলে৷ কেউ একটু প্রভাবশালী হলেই বিচার এড়াতে পারে৷ এটা আর কত বলবো? সিলেটের নার্গিসকে কোপানোর ঘটনায় বদরুল হাতেনাতে ধরা না পড়লে হয়তো সে-ও রেহাই পেতো৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য