1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাণ গেল বিশ্বকাপ স্টেডিয়ামে

১০ মে ২০১৪

ব্রাজিল বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণের কাজ এখনো চলছে৷ স্টেডিয়ামে শ্রমিকের মৃত্যুর ঘটনাও ঘটে চলেছে৷ এবার অ্যারেনা পানটানাল স্টেডিয়ামে মারা গেলেন একজন৷ বিশ্বকাপের স্টেডিয়ামে কাজ করার সময় এ পর্যন্ত মোট আটজন মারা গেলেন৷

https://p.dw.com/p/1Bx5Y
Fußball WM 2014 Brasilien Stadien Brasilia Estadio Nacional
ছবি: picture-alliance/dpa

বৃহস্পতিবার কুইয়াবারক অ্যারেনা পানটানাল স্টেডিয়ামে মর্মান্তিক মৃত্যু হয় এক কর্মীর৷ নিহত কর্মীর নাম মোহামেদ আলী মাসিয়েল আফোনসো৷ ৩২ বছর বয়সি এই শ্রমিক দর্শক গ্যালারিতে বাতি লাগানোর কাজ করছিলেন৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই তিনি মারা যান৷ এ ঘটনার পর স্টেডিয়ামে সবধরণের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়৷ ১২ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ৷ এ আসরের মোট চারটি ম্যাচ হবে অ্যারেনা পানটানাল স্টেডিয়ামে৷ কর্তৃপক্ষের দাবি, এ স্টেডিয়ামের শতকরা ৯৮ ভাগ কাজ শেষ৷ ৬৪ বছর পর দ্বিতীয়বারের মতো আয়োজনের সুযোগ পাওয়া ব্রাজিলে এবার বিশ্বকাপ কেমন হবে, এ নিয়ে কৌতূহল আর শঙ্কা আছে অনেক৷ নিরাপত্তা ব্যবস্থা এবং ভেন্যু নিয়ে শঙ্কাই সবচেয়ে বেশি৷

Fußball WM 2014 Brasilien Stadien Salvador Arena Fonte Nova
নিরাপত্তা ব্যবস্থা এবং ভেন্যু নিয়ে শঙ্কাই সবচেয়ে বেশিছবি: picture-alliance/dpa

স্টেডিয়াম নির্মাণে বিলম্ব, নির্মাণকাজ চলার সময় স্টেডিয়ামের একাংশ ধসে পড়া – এসব কারণে আয়োজক কমিটির সমালোচনা হয়েছে বিস্তর৷ নির্মাণকাজ চলার সময় শ্রমিকের মৃত্যুর খবরও নতুন কিছু নয়৷ বিশ্বকাপের স্টেডিয়ামে কাজ করতে গিয়ে এ পর্যন্ত আটজন প্রাণ হারিয়েছেন৷ বৃহস্পতিবার অ্যারেনা পানটানাল স্টেডিয়ামের দুর্ঘটনার ফলে যোগ হলো মোহামেদ আলী মাসিয়েল আফোনসোর নাম৷ এর আগে সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স ও মানাউসের অ্যারেনা আমাজোনিয়ায় তিন জন করে এবং ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে একজন মারা যান৷

এসিবি/জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য