৮০’তে এভারেস্ট!
১ এপ্রিল ২০১৩জাপানের এই প্রবীন তরুণের জন্য মাউন্ট এভারেস্ট নতুন কিছু নয়৷ পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের ওপরটা তিনি দেখে এসেছেন আগেও৷ সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পাহাড় চূড়াতেও তাঁর ওঠা হয়ে গেছে৷ কিন্তু বয়স ৮০ হলে কী হবে, মনে যে এখনো তরুণ, তাই আগামী মে মাসেই এভারেস্টের চূড়ায় আবার পা রাখতে চান মিউরা৷ সফল হলেই নেপালের মিন বাহাদুরকে পেছনে ফেলে হয়ে যাবেন সবচেয়ে বেশি বয়সে এভারেস্ট জয় করা পর্বতারোহী৷ মিন বাহাদুর এভারেস্ট জয় করেছিলেন ৭৬ বছর বয়সে৷ হৃৎপিণ্ডে তিনবার অস্ত্রোপচার করনো মিউরা তাই মিন বাহাদুরকে পেছনে ফেলতে আগেভাগেই চলে গেছেন নেপালের রাজধানী কাঠমান্ডুতে৷ গিয়ে কিন্তু বসে নেই৷ ভালো করে জেনে নিচ্ছেন ৬০ বছর আগে কোন পথ ধরে এভারেস্ট জয়ের প্রথম নজীর গড়েছিলেন স্যার এডমুন্ড হিলারি এবং তেনজিং শেরপা, এবার সেই পথ ধরেই যে নতুন ইতিহাস রচনা করতে চান পর্বতারোহী পরিবারের সন্তান মিউরা!
বাবা কিউজো মিউরা ৯৯ বছর বয়সে উঠেছিলেন মন্ট ব্লাঙ্ক-এর চূড়ায়৷ ইউইচিরো মিউরাও এভারেস্ট থেকে নেমে থেমে থাকতে চান না৷ ৮৫ বছর বয়সে বিশ্বের ষষ্ঠ উচ্চতম পর্বত চো ওকুতে উঠতে চান৷ তার আগে অবশ্য আগামী মাসে এভারেস্টে উঠতে হবে৷ এ পর্যন্ত এভারেস্ট জয় করেছেন ৪০০০ জনের মতো৷ ব্যর্থ হয়ে প্রাণও বিসর্জন দিতে হয়েছে ২৪০ জনকে৷ ইউইচিরো মিউরা ৮০ বছর বয়সে সফলদের তালিকায় আবার নাম লেখাবেন এটাই সবার কামনা৷
এসিবি/ ডিজি (এএফপি)