1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাজি পুটিন

২৫ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্টের ডাকে সাড়া দিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ এদিকে রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে৷

https://p.dw.com/p/47b0z
Ukriane-Krieg | Kiew
কিয়েভে ইউক্রেনের দুই সেনাসদস্যছবি: Emilio Morenatti/AP/picture alliance

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশের মিনস্কে তাদের একটি প্রতিনিধি দল পাঠাতে রাজি আছে৷ এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে যুদ্ধবিরতির প্রস্তাব দেন৷ পেসকভ বলেন, ‘‘জেলেনস্কির প্রস্তাবের প্রেক্ষিতে ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির প্রশাসনিক পর্যায়ের প্রতিনিধিদের একটি দল পাঠাতে প্রস্তুত ভ্লাদিমির পুটিন৷’’

আলোচনার জন্য পুটিন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সম্ভাব্য নিরাপদ ভেন্যু নিয়ে কথা বলেছেন বলেও জানা গেছে৷  

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ এ সময় জিনপিং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে জোর দেন৷ জবাবে পুটিন জানান, তিনি উচ্চ পর্যায়ে আলোচনার দুয়ার খোলা রেখেছেন৷

কিয়েভে রুশ সেনা  

শুক্রবার ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশের এলাকায় পৌঁছায় রুশ বাহিনী৷ তারা শহরটিতে মিসাইল হামলা চালিয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ৷  

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো দুপুরে বলেন, ‘‘শহরের আশেপাশের বিভিন্ন এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণ চলছে৷ শত্রুরা রাজধানীকে পদানত এবং আমাদের ধ্বংস করতে চায়৷ ’’

 এর আগে শুক্রবার ভোরে বিভিন্ন দিক থেকে ট্যাংক নিয়ে রুশ সেনাবাহিনী কিয়েভের দিকে এগোতে থাকে৷

বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের একজন উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল, রুশ বাহিনী কিয়েভের বাইরের এলাকায় প্রবেশের পথে রয়েছে৷ ইউক্রেনের সেনারা তাদের মোকাবিলায় চারটি ফ্রন্টে অবস্থান করছে৷

কিয়েভে সরকারি বাসভবন এলাকায় ভোরে গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি৷ ইউক্রেনের সামরিক বাহিনী আরো জানিয়েছে, শহরের মূল কেন্দ্র থেকে তিন কিলোমিটার দূরে রাশিয়ার গোয়ন্দা ও নাশকতাকারীদের চিহ্নিত করেছে তারা৷

ইউক্রেনের উত্তর দিক থেকে বেলারুশ সীমান্ত দিয়ে প্রবেশ করা রুশ ট্যাংক ও সেনাসদস্যরা এরই মধ্যে কিয়েভের বাইরের এলাকায় পৌঁছেছে৷ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে কিয়েভের মূল কেন্দ্রের উত্তরাংশেও রুশ ট্যাংকের উপস্থিতি দেখা গেছে৷ ইউক্রেনের সামরিক বাহিনী নাগরিকদের কিয়েভে রুশ সেনার চলাচল সম্পর্কিত তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে৷    

ইউক্রেনের কর্মকর্তারা একটি রুশ বিমান ভূপাতিত করার দাবি করেছেন৷ রাতে কিয়েভে একটি ভবনের উপর বিমানটি বিধ্বস্ত হওয়ায় আটজন আহত হয়েছেন বলে জানান তারা৷ অন্যদিকে কিয়েভে মিসাইল হামলা চালানোর কথা অস্বীকার করেছে রাশিয়া৷ তাদের দাবি, ইউক্রেন নিজেদের বিমানই ভূপাতিত করেছে৷ 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ হামলায় দেশটির ১৩৭ বেসামরিক ও সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন৷ জনগণের উদেশ্যে দেয়া ভিডিও ভাষণে তিনি বলেন, ‘‘আমি শত্রুপক্ষের এক নাম্বার লক্ষ্য৷ আমার পরিবার তাদের দুই নম্বর লক্ষ্য৷ তারা রাষ্ট্রপ্রধানের ক্ষতি করার মাধ্যমে ইউক্রেনের রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস করতে চায়৷’’

বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তাদের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ স্বঘোষিত দনেৎস্ক ও লুহানস্ক ‘রিপাবলিকের’ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন৷ লেভরভ আবারও বলেছেন, রাশিয়ার সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের ইউক্রেনের ‘নির্যাতন’ থেকে রক্ষায় দেশটিতে মস্কোর হামলা ‘অবশ্যম্ভাবী’ ছিল৷ তিনি দাবি করেন, ‘‘ইউক্রেনের সরকার তার নিজ জনগণের উপর নির্যাতন ও গণহত্যার কৌশল অবলম্বন করেছে৷’’ যদিও ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে রাশিয়ার এ দাবির স্বপক্ষে কোনো প্রমাণ নেই৷

মস্কোতে তার এই বক্তব্যের সময় স্বঘোষিত দনেৎস্ক পিপলস রিপাবলিকের উপ-পররাষ্টমন্ত্রী সের্গেই প্রেসাডা এবং লুহানস্ক পিপলস রিপাবলিকের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিস্লাভ ডিয়েনেগো উপস্থিত ছিলেন৷

সাড়ে চার কোটি শরণার্থীর আশঙ্কা

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর দেশটির অন্তত এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন৷ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর আশঙ্কা এই সংখ্যা আগামী দিনে সাড়ে চার কোটিতে পৌঁছাতে পারে৷

জ্বালানি, অর্থ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে মানুষ মলদোভা, রোমানিয়া ও পোল্যান্ডের দিকে ছুটছেন বলে জানিয়েছে সংস্থাটি৷

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি জানিয়েছেন তারা ২৫ ইউক্রেনীয় নাগরিকের মৃত্যু ও ১০২ জন আহত হওয়ার খবর পেয়েছেন৷ যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে বলে উল্লেখ করেছেন তিনি৷

এফএস/এসিবি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য