ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাজি পুটিন
২৫ ফেব্রুয়ারি ২০২২ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশের মিনস্কে তাদের একটি প্রতিনিধি দল পাঠাতে রাজি আছে৷ এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে যুদ্ধবিরতির প্রস্তাব দেন৷ পেসকভ বলেন, ‘‘জেলেনস্কির প্রস্তাবের প্রেক্ষিতে ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির প্রশাসনিক পর্যায়ের প্রতিনিধিদের একটি দল পাঠাতে প্রস্তুত ভ্লাদিমির পুটিন৷’’
আলোচনার জন্য পুটিন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সম্ভাব্য নিরাপদ ভেন্যু নিয়ে কথা বলেছেন বলেও জানা গেছে৷
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ এ সময় জিনপিং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে জোর দেন৷ জবাবে পুটিন জানান, তিনি উচ্চ পর্যায়ে আলোচনার দুয়ার খোলা রেখেছেন৷
কিয়েভে রুশ সেনা
শুক্রবার ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশের এলাকায় পৌঁছায় রুশ বাহিনী৷ তারা শহরটিতে মিসাইল হামলা চালিয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ৷
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো দুপুরে বলেন, ‘‘শহরের আশেপাশের বিভিন্ন এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণ চলছে৷ শত্রুরা রাজধানীকে পদানত এবং আমাদের ধ্বংস করতে চায়৷ ’’
এর আগে শুক্রবার ভোরে বিভিন্ন দিক থেকে ট্যাংক নিয়ে রুশ সেনাবাহিনী কিয়েভের দিকে এগোতে থাকে৷
বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের একজন উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল, রুশ বাহিনী কিয়েভের বাইরের এলাকায় প্রবেশের পথে রয়েছে৷ ইউক্রেনের সেনারা তাদের মোকাবিলায় চারটি ফ্রন্টে অবস্থান করছে৷
কিয়েভে সরকারি বাসভবন এলাকায় ভোরে গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি৷ ইউক্রেনের সামরিক বাহিনী আরো জানিয়েছে, শহরের মূল কেন্দ্র থেকে তিন কিলোমিটার দূরে রাশিয়ার গোয়ন্দা ও নাশকতাকারীদের চিহ্নিত করেছে তারা৷
ইউক্রেনের উত্তর দিক থেকে বেলারুশ সীমান্ত দিয়ে প্রবেশ করা রুশ ট্যাংক ও সেনাসদস্যরা এরই মধ্যে কিয়েভের বাইরের এলাকায় পৌঁছেছে৷ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে কিয়েভের মূল কেন্দ্রের উত্তরাংশেও রুশ ট্যাংকের উপস্থিতি দেখা গেছে৷ ইউক্রেনের সামরিক বাহিনী নাগরিকদের কিয়েভে রুশ সেনার চলাচল সম্পর্কিত তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে৷
ইউক্রেনের কর্মকর্তারা একটি রুশ বিমান ভূপাতিত করার দাবি করেছেন৷ রাতে কিয়েভে একটি ভবনের উপর বিমানটি বিধ্বস্ত হওয়ায় আটজন আহত হয়েছেন বলে জানান তারা৷ অন্যদিকে কিয়েভে মিসাইল হামলা চালানোর কথা অস্বীকার করেছে রাশিয়া৷ তাদের দাবি, ইউক্রেন নিজেদের বিমানই ভূপাতিত করেছে৷
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ হামলায় দেশটির ১৩৭ বেসামরিক ও সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন৷ জনগণের উদেশ্যে দেয়া ভিডিও ভাষণে তিনি বলেন, ‘‘আমি শত্রুপক্ষের এক নাম্বার লক্ষ্য৷ আমার পরিবার তাদের দুই নম্বর লক্ষ্য৷ তারা রাষ্ট্রপ্রধানের ক্ষতি করার মাধ্যমে ইউক্রেনের রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস করতে চায়৷’’
বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তাদের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ স্বঘোষিত দনেৎস্ক ও লুহানস্ক ‘রিপাবলিকের’ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন৷ লেভরভ আবারও বলেছেন, রাশিয়ার সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের ইউক্রেনের ‘নির্যাতন’ থেকে রক্ষায় দেশটিতে মস্কোর হামলা ‘অবশ্যম্ভাবী’ ছিল৷ তিনি দাবি করেন, ‘‘ইউক্রেনের সরকার তার নিজ জনগণের উপর নির্যাতন ও গণহত্যার কৌশল অবলম্বন করেছে৷’’ যদিও ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে রাশিয়ার এ দাবির স্বপক্ষে কোনো প্রমাণ নেই৷
মস্কোতে তার এই বক্তব্যের সময় স্বঘোষিত দনেৎস্ক পিপলস রিপাবলিকের উপ-পররাষ্টমন্ত্রী সের্গেই প্রেসাডা এবং লুহানস্ক পিপলস রিপাবলিকের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিস্লাভ ডিয়েনেগো উপস্থিত ছিলেন৷
সাড়ে চার কোটি শরণার্থীর আশঙ্কা
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর দেশটির অন্তত এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন৷ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর আশঙ্কা এই সংখ্যা আগামী দিনে সাড়ে চার কোটিতে পৌঁছাতে পারে৷
জ্বালানি, অর্থ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে মানুষ মলদোভা, রোমানিয়া ও পোল্যান্ডের দিকে ছুটছেন বলে জানিয়েছে সংস্থাটি৷
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি জানিয়েছেন তারা ২৫ ইউক্রেনীয় নাগরিকের মৃত্যু ও ১০২ জন আহত হওয়ার খবর পেয়েছেন৷ যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে বলে উল্লেখ করেছেন তিনি৷
এফএস/এসিবি (রয়টার্স, এপি)