ইউরোভিশন কনটেস্ট
৮ মার্চ ২০১২গতকাল আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে জানানো হয় যে, আজারবাইজানের ইউরোভিশন সং কনটেস্টে আর্মেনিয়া অংশগ্রহণ করবে না৷ এর কারণ, আজারবাইজান হলো আর্মেনিয়ার শত্রু৷
যদিও আজারবাইজানের পক্ষ থেকে বলা হয়েছে যে, আর্মেনিয়ার শিল্পীদের সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করবে আজারবাইজান৷ কিন্তু তার পরেও স্বস্তি পাচ্ছিল না আর্মেনিয়া৷ আর্মেনিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয় যে, কিছুদিন আগে আজারবাইজানের প্রেসিডেন্ট সরাসরি তাঁর এক ভাষণে বলেন, আজারবাইজানের প্রথম শত্রু হলো আর্মেনিয়া৷
এরপর আর্মেনিয়া সিদ্ধান্ত নেয় যে, প্রেসিডেন্টের বক্তব্যের পর সেই দেশে কোনো আর্মেনিয়ানকে পাঠানো একেবারেই উচিৎ হবে না৷ ইউরোভিশন সং কনটেস্টের এক্সিকিউটিভ সুপারভাইজার জন ওল স্যান্ড বলেন, পুরো ঘটনা খুবই দুঃখজনক৷ আর্মেনিয়া যে নিজেদের এবারের প্রতিযোগিতা থেকে তুলে নিচ্ছে - তা আমরা কেউ আশা করিনি৷ তিনি জানান, ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন এবং ইউরোভিশন সং কনটেস্ট আয়োজকরা অনেক চেষ্টা করেছেন পরিস্থিতি সামলাতে, আর্মেনিয়াকে রাজি করাতে কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হন৷
গত বছর জার্মানির ডুসলডর্ফ শগরে আজারবাইজানের দুই সংগীত শিল্পী এল এবং নিকি ২০১১ সালের ইউরোভিশন সং কনটেস্ট জিতে নেয়৷ তাই এবার ইউরোভিশন সং কনটেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই দুই বিজয়ীর দেশ আজারবাইজানে৷ রাজধানী বাকুতে৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: দেবারতি গুহ