ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা
৯ মার্চ ২০১২রুশ ভাষায় ‘বুরানোভস্কিয়ে বাবুশকি'৷ বাংলায় হবে ‘বুরানোভো'র দাদি-নানি'রা'৷ তাদের গানটির শীর্ষক হল ‘‘পার্টি ফর এভরিবডি''৷ দাদি-নানিরা গেয়েছেন একেবারে প্রথাগত রুশ পরিচ্ছদে: সুনিপুণ সূঁচের কাজ করা ব্লাউজ আর ভারী স্কার্ট, মাথায় রুশি কায়দায় বাঁধা রুমাল৷ ‘পার্টি ফর এভরিবডি, কাম অন অ্যান্ড ড্যান্স!' উচ্চারণ শুনলেই বোঝা যায় যে ইংরিজিটা তাদের বেশি রপ্ত নয়৷ তা'তে কিছু এসে যায় না৷ এ' যেন রাশিয়ার পুরনো আত্মা তার নতুন কলেবরে এসে বাসা বেঁধেছে৷ ডিস্কো নাচের ধার ধারেননি তারা৷ দুলে দুলে গাঁয়ের মেয়েদের নাচের ধরণেই নেচেছেন, এবং তা'তেই মাত হয়ে গেছে শহুরে দর্শক ও শ্রোতারা৷
নয়তো রুশ পপ সংগীতের জগতে সুন্দরী, আধুনিকাদের তো কোনো অভাব নেই৷ বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত কোয়ালিফাইং টুর্নামেন্টে দিমা বালান কিংবা ইউলিয়া ভোলকোভা'র মতো পপ স্টাররাও হাজির ছিলেন৷ কিন্তু দাদি-নানি'র ডাক উপেক্ষা করার মতো ক্ষমতা আবেগপ্রবণ রুশিদের নেই৷ তারা ইউরোপের জনপ্রিয়তম গানের প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্টে পাঠানোর জন্য বুরানোভার দাদি-নানিদেরই বেছে নিয়েছে৷
বুরানোভার দাদি-নানিরা যে ভাষায় গানটি গাইবেন সেটি আবার ইংরিজি এবং ‘উদমুর্তি' ভাষার একটি আজব খিচুড়ি৷ উদমুর্তি ভাষাটি আবার ফিনো-উগ্রিক ভাষা গোষ্ঠীর মধ্যে পড়ে৷ বলতে কি, বুরানোভার দাদি-নানিরা ইগলস গোষ্ঠীর ‘হোটেল ক্যালিফোর্নিয়া', কি বিটলস'দের ‘ইয়েস্টারডে'-র মতো চিরনবীন গান উদমুর্তি ভাষাতে গেয়েই প্রথম নাম করেন৷
এখন দলের ‘নানি ওলগা' বলেছেন, তারা গান গেয়ে টাকা জমাচ্ছেন, যা'তে তাদের গাঁয়ে একটা গির্জা তৈরী করা যায়৷ নয়তো নানি-দাদি'দের খ্যাতি কিংবা অর্থের প্রয়োজন কোথায়?
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: দেবারতি গুহ