1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপা লিগ

৯ নভেম্বর ২০১২

ইউরোপা লিগে ইন্টার মিলান আর বায়ার লেভারকুজেন জয় দিয়ে নিশ্চিত করেছে নকআউট পর্ব৷ তবে অন্য দুই বড় দল লিভারপুল ও অ্যাথলেটিকো বিলবাও হেরে বসেছে৷

https://p.dw.com/p/16g0f
ছবি: Reuters

টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার পর হারলো অ্যাথলেটিকো মাদ্রিদ৷ বৃহস্পতিবার পর্তুগালের আকাদেমিয়ার কাছে তারা হেরেছে ২-০ গোলে৷ এ হারের পরও অবশ্য গ্রুপ ‘বি'-র শীর্ষেই রয়েছে স্পেনের ক্লাবটি৷ চার ম্যাচে তাদের এখন ৯ পয়েন্ট৷ আকাদেমিয়ার মাত্র ৪৷

গ্রুপ এইচ-এ ইন্টার মিলান শীর্ষস্থান ধরে রেখেছে সার্বিয়ার পার্টিজান বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়ে৷ ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্যভাবে৷ দ্বিতীয়ার্ধে ইন্টার কোচ আন্দ্রিয়া স্ত্রামাচ্চিওনি মাঠে নামান রদরিগো পালাচ্চিওকে৷ সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড৷ তাঁর জোড়া গোলে জয় নিশ্চিত হয়ে যায় ইটালিয়ান জায়ান্টদের৷ পরে ফ্রেডি গুয়ারিনের গোল শুধু জয়ের ব্যবধানই বড় করেছে৷ ইন্টারের মতো গ্রুপের আরেক দল রাশিয়ার রুবিন কাজানের পয়েন্টও এখন ১০৷ কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পয়েন্ট তালিকাতেও ইন্টারের পরেই থাকতে হচ্ছে তাদের৷

জার্মানির বায়ার লেভারকুজেনও জিতেছে৷ ‘কে' গ্রুপে তারা হারিয়েছে অস্ট্রিয়ার ব়্যাপিড ভিয়েনাকে৷ ম্যাচের ফলাফল ৩-০৷ এমন সহজ জয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট হয়ে যাওয়ায় তারাও এখন গ্রুপ শীর্ষে৷

Fußball Europa League: Borussia Mönchengladbach - Olympique Marseille
ইউরোপা লিগের একটি খেলার দৃশ্যছবি: Reuters

ইংলিশ ক্লাব লিভারপুলের বড় আসরে সাফল্যের খরা এবারও কাটবে কিনা কে জানে৷ বৃহস্পতিবার রাশিয়ার আনঝি মাখাচাকালার কাছে ১-০ গোলে হেরে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে তারা৷ ৪ ম্যাচে লিভারপুলের ৬ পয়েন্ট৷ ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মাখাচাকালা৷

তবে ইন্টার মিলান আর বায়ার লেভারকুজেনের নকআউট পর্ব নিশ্চিত করা আর অ্যাথলেটিকো মাদ্রিদ, লিভারপুলের পরাজয়ের লজ্জায় ডোবার মতো বড় ঘটনার মাঝেও দিনটি স্মরণীয় হয়ে থাকবে ফাব্রিস মুয়াম্বার জন্য৷ তাঁর দল টটেনহাম হটস্পার ৩-১ গোলে হারিয়েছে স্লোভেনিয়ার এনকে মারিবোকে৷ এ জয়ে কিন্তু মুয়াম্বার কোনো অবদান নেই, কারণ, টটেনহাম জিতেছে জারমেইন ডেফোর হ্যাটট্রিকের সুবাদে৷

তবে মুয়াম্বার জন্য দিনটি ডেফোর চেয়েও অনেক বেশি স্মরণীয়, কেননা এ ম্যাচের মাধ্যমে আবার মাঠে ফিরলেন তিনি৷ গত মার্চে মাঠেই হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যুর দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন মুয়াম্বা৷ চিকিৎসকের নির্দেশে খেলা ছেড়ে দিতে হয় তাঁকে৷ বৃহস্পতিবারই প্রথম মাঠে ফেরেন তিনি৷ ২৪ বছর বয়সি ফুটবলার অবশ্য খেলেননি৷ বিরতির সময় মাঠে নেমে দর্শকদের ধন্যবাদ জানান চরম দুঃসময়ে তাঁর পাশে থাকার জন্য৷

গ্যালারি করতালিতে ফেটে পড়ে তখন৷ ৮ মাস আগে যে জায়গায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দর্শকদের উদ্দেশ্যে মুয়াম্বা বলছিলেন, ‘‘আপনারা সবাই খুব চমৎকার৷ আপনাদের ভুলবো না আমি৷''

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য