1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে নতুন সরকার

৯ সেপ্টেম্বর ২০১৪

ইরাকে গঠিত হলো নতুন সরকার৷ সোমবার সে দেশের সাংসদরা তিনজন উপ-প্রধানমন্ত্রী ও ২১ জন মন্ত্রী বিশিষ্ট মন্ত্রিসভার অনুমোদন দিয়েছে৷ যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ অনেকেই নতুন সরকারকে স্বাগত জানিয়েছে৷

https://p.dw.com/p/1D99e
Irak Vereidigung der neuen Regierung 08.09.2014
নতুন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিছবি: Reuters/Hadi Mizban

অবশ্য গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ে– স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা – এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি৷ অবশ্য সপ্তাহখানেকের মধ্যে সেটা সম্ভব হবে, বলে মনে করছেন নতুন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি৷

দেশটির সাবেক সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তাঁরা ইরাকের সব ধর্ম ও মতের জনগণকে একসঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে৷ যে কারণে দেশটির সুন্নি অধ্যুষিত অঞ্চলের একটা বড় অংশ ইসলামিক স্টেট বা আইএস-এর দখলে চলে গেছে৷ তাই নতুন সরকারের চ্যালেঞ্জ হবে, সবার জন্য কাজ করা এবং আইএস বা আইসিস-এর বিরুদ্ধে লড়তে ঐক্যবদ্ধ হওয়া৷

ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়তে ইরাকে একটি ঐক্যবদ্ধ সরকারের প্রয়োজন অনুভব করছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব৷ নতুন সরকার সে ধরণের হয়েছে বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷ তাই তিনি একে স্বাগত জানিয়েছেন৷

জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন৷ তবে শিগগিরই স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ পূরণ করা উচিত বলে তিনি মন্তব্য করেন৷

এদিকে, আইএস-এর বিরুদ্ধে লড়তে জনমত গড়ে তুলতে সৌদি আরব ও জর্ডানের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷ বুধ ও বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় তিনি আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গেছে৷

US-Außenminister John Kerry kündigt in New Delhi eine dreitägige Feuerpause zwischen Israel und der Hamas an
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিছবি: Reuters

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার আইএস-কে হারানোর ‘কৌশল' ঘোষণা করবেন বলে জানিয়েছেন৷

হোয়াইট হাউস জানিয়েছে প্রায় ৪০টির মতো দেশ আইএস-এর বিরুদ্ধে লড়তে সহায়তা করার কথা জানিয়েছে৷

শিশু আত্মঘাতী হামলাকারী

জাতিসংঘ মহাসচিবের এক বিশেষ প্রতিনিধি লায়লা জেরুগি জানিয়েছেন, শিশুদের আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে ব্যবহার করছে আইএস৷ এছাড়া শিশুদের দিয়ে অস্ত্র বহন, কৌশলগত এলাকায় টহল দেয়া ও সাধারণ মানুষদের আটক করার মতো কাজও করানো হচ্ছে৷ শিশুদের কারও কারও বয়স ১৩ বছর বলেও জানান তিনি৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য