ইরানি তেল বাজারে আসছে
১৮ জানুয়ারি ২০১৬বাজারে এমনিতেই এখন খনিজ তেলের কোনো অভাব নেই৷ রাশিয়া তেল বিক্রির ওপর নির্ভর; যুক্তরাষ্ট্র ফ্র্যাকিং-এর কল্যাণে তেলে ভাসছে, বড় মাপের রপ্তানিকারক হয়ে উঠেছে; সৌদি আরব তেলের উৎপাদন কমাতে অরাজি; চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিবেগ হ্রাস পাচ্ছে; সেই সঙ্গে যদি ইরান প্রতিদিন আরো পাঁচ লাখ ব্যারেল ক্রুড বাজারে ছাড়ে, তাহলে তেলের দাম আরো পড়তে পারে – পারে কেন, পড়বে বলে ধরে নেওয়া যায়, বলছেন বিশেষজ্ঞরা৷ এশিয়ায় যেমন সোমবারের ট্রেডিং-এ তেলের দাম ২৮ ডলারের নীচে নামে৷ তাতে যে সব দেশের আপত্তি আছে, এমন নয়৷
মূলত কিনবে এমআরপিএল, এসার অয়েল ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন – বলছে ভারতের ইকনমিক টাইমস৷ এ সব কোম্পানি চিরকালই ইরানি তেলের ভালো খদ্দের৷ ওদিকে ইউরোপীয় ব্রেন্ট ক্রুডও শুক্রবারেই একবার ২৮ ডলারের নীচে নেমে গিয়েছিল, যদিও পরে কিছুটা সামলে নেয়৷ মোট কথা, ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি সংক্রান্ত আপোশ থেকেই গোটা বিকাশধারার সূচনা৷
যুক্তরাষ্ট্র যে ঐ আপোশ সম্পন্ন হওয়ার আগে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির দরুণ অপরাপর শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করতে চায়নি, বরং দু'সপ্তাহ অপেক্ষা করেছে, সেটা স্বাভাবিক৷ অপরদিকে এই নতুন শাস্তিমূলক ব্যবস্থা পরমাণু বিরোধ সংক্রান্ত শাস্তিমূলক ব্যবস্থার তুলনায় কিছুই নয়৷ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও মালমশলা সরবরাহের দায়ে ১১টি কোম্পানি বা ব্যক্তিবর্গের উপর শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করা হয়েছে৷ সে তুলনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছ থেকে ছাড়পত্র পাবার পর ইরানের প্রায় একশ বিলিয়ন ডলার পরিমাণ অ্যাসেট, যা বিদেশে আটকা পড়েছিল, তা ছাড়া পাচ্ছে৷ সেই সঙ্গে যোগ হবে তেল বিক্রি থেকে আমদানি৷ কাজেই ইরান যে ইতিমধ্যেই একশ'টির বেশি এয়ারবাস বিমান কেনার কথা ভাবছে, তাতে আশ্চর্য কি! সেই সঙ্গে আগামী সপ্তাহে ইটালি ও ফ্রান্স সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি৷
মার্কিন যুক্তরাষ্ট্রে তথাকথিত ‘ইরান ডিল' নিয়ে বিতর্ক আদৌ শেষ হয়নি৷ তবে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন এবার স্পষ্ট প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে এসে দাঁড়িয়েছেন৷ ওদিকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটনের নতুন শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে তেহরানের মনোভাব স্পষ্ট: এ সবই অপপ্রচার এবং ইরান তার ‘কনভেনশনাল ডিটারেন্ট', অর্থাৎ প্রথাগত সমরসজ্জা বিকাশের প্রক্রিয়া অব্যাহত রাখবে৷
এসি/ডিজি (রয়টার্স, এপি)