ইসলামবিরোধী ব্লগ বন্ধে কঠোর উদ্যোগ
২২ ফেব্রুয়ারি ২০১৩বাংলাদেশে গত কয়েকদিনে কমপক্ষে দুটি ওয়েবসাইট বন্ধ এবং দশটি ব্লগ পোস্ট মুছে দেওয়া হয়েছে৷ বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি'র ভাইস-চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ৷ মূলত বিদ্বেষ ছড়ানো, সমাজে অশান্তি সৃষ্টির তৎপরতা আর মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এসব সাইট বন্ধ করে দেওয়া হয়েছে৷
গিয়াসউদ্দিন এই বিষয়ে বলেন, ‘আমরা দেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি৷'
কর্তৃপক্ষ নিজেরা উদ্যোগ গ্রহণের পাশাপাশি বিভিন্ন কমিউনিটি ব্লগ সাইটের উদ্যোক্তাদেরকে ধর্মবিরোধী নিবন্ধ রোধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে৷ বিটিআরসি'র অপর এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন এই তথ্য৷ তিনি বলেন, কমিউনিটি ব্লগগুলোকে তাদের ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধ ‘মডারেট' করতে বলা হয়েছে৷
এখানে উল্লেখ করা যেতে পারে, গত সপ্তাহে ঢাকায় ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা৷ এরপর ব্লগসহ সামাজিক যোগাযোগ সাইটে রাজীবের কথিত ‘ইসলামবিরোধী' বিভিন্ন নিবন্ধ ছড়িয়ে পড়ে৷ ফলে রক্ষণশীল বাংলাদেশি সমাজে নানাবিধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়৷
শাহবাগে গত কয়েক সপ্তাহ ধরে চলা তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন রাজীব৷ তাঁর সহব্লগাররা এখন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ ব্লগারদের মূল দাবি হচ্ছে, ‘‘মানবতাবিরোধী অপরাধীদের বিচার, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, তাদের আর্থিক প্রতিষ্ঠান বয়কট করা৷''
পুলিশ এখনো রাজীব হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি৷ তবে নিহত রাজীবের ভাই অভিযোগ করেছেন, অনলাইনভিত্তিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় জামায়াতের ছাত্র সংগঠন তাঁর ভাইকে হত্যা করেছে৷
রাজীব হত্যাকাণ্ডের পর, বাংলাদেশের সামাজিক মিডিয়ায় ‘ইসলামবিরোধী’ বিভিন্ন নিবন্ধ ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে৷ এসবের মধ্যে রাজীবের লেখা রয়েছে বলেও দাবি করছে কিছু মহল৷ ব্লগার ইমরান এইচ সরকার এই বিষয়ে এএফপিকে বলেন, ‘‘যুদ্ধাপরাধীদের অর্থপুষ্ট কিছু সংবাদপত্র আমাদের ইসলাম বিরোধী হিসেবে দেখাতে চাইছে৷''
গত বুধবার পাঁচ সহস্রাধিক ইসলামপন্থী ঢাকা শহরে ইসলামকে বিদ্রুপকারী ব্লগারদের মৃত্যুদণ্ডসহ শাস্তি দাবি করে মিছিল করেছে৷ শুক্রবার জুম্মার পর এই নিয়ে সহিংসতায় হতাহতের ঘটনা ঘটেছে৷
বাংলাদেশ সরকার সামাজিক উত্তেজনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলেছে৷ পাশাপাশি পত্রিকা ও কমিউনিটি ব্লগকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে অবমাননাকর কোন ধরনের নিবন্ধ প্রকাশ থেকে বিরত থাকতে বলেছে৷