বিশ্ব ইজতেমা
২০ জানুয়ারি ২০১৩টঙ্গীর তুরাগ তীরে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের কন্ঠে আমিন, আল্লাহুমা আমিন ধ্বনিতে মুখরিত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা৷ মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহলৌকিক ও পরলৌকিক মুক্তি এবং দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক কামনা করা হয়৷ জীবনের সব পাপ থেকে মুক্তির জন্য, পরম দয়াময় আল্লাহর দরবারে অনুনয়-বিনয় করে পানাহ ভিক্ষা করছিলেন মুসল্লীরা৷ ক্ষমা লাভের আশায় লাখো মানুষের সঙ্গে একত্রে হাত তুলতে অনেকে দূরদূরান্ত থেকে ছুটে এসেছিলেন ভোর থেকেই৷ বহু মানুষের অংশগ্রহণে ইহলোকের মঙ্গল, পরলোকের ক্ষমা, দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বশান্তি কামনার মধ্য দিয়ে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা শেষ হল৷
আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি ও দিল্লির নিজামুদ্দিন মসজিদের খতিব মাওলানা জোবায়রুল হাসান৷ তিনি দুপুর পৌনে ১টায় মোনাজাত শুরু করেন এবং তা চলে ১৬ মিনিট৷ মোনাজাত শুরু হতেই পুরো এলাকা জুড়ে নেমে আসে পিন পতন নীরবতাঅ খানিক পর পর শুধু ভেসে আসে আমিন, ছুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন৷ অনুতপ্ত মানুষের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে৷ জীবনের সব পাপ-তাপ থেকে মুক্তির জন্য, পরম দয়াময় আল্লাহর দরবারে অনুনয়-বিনয় করে পানাহ ভিক্ষা করছিলেন তারা৷
গত ১১ই জানুয়ারি শুরু হয় তাবলীগের মিলনমেলা এবারের বিশ্ব ইজতেমা৷ দু'টি পর্বের মাধ্যমে রবিবার তা শেষ হল৷ মোনাজাতের আগে চলে হেদায়তি বয়ান৷ হেদায়তি বয়ান করেন ভারতের মাওলানা সাদ আহমেদ৷ এবার ইজতেমায় মোনাজাতে যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, টঙ্গী পৌর মেয়র আজমত উল্লাহ খানসহ অনেকেই৷ প্রথম পর্বে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন৷
রবিবার মোনাজাতে অংশ নিতে বিপুল সংখ্যক নারীকেও দেখা গেছে৷ নির্ধারিত প্যান্ডেলের বাইরেও রাস্তায় ও আশপাশের বাড়ির ছাদে তাঁরা মোনাজাতে অংশ নিয়েছেন৷
মোনাজাত শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থানে অবস্থান নেয়া মানুষ একযোগে নিজ নিজ গন্তব্যে ফেরার চেষ্টা করেন৷ এতে টঙ্গীর আশে-পাশের সড়ক-মহাসড়ক গুলোতে সৃষ্টি হয় ভয়াবহ যানজট৷ ফলে অনেকে পায়ে হেঁটে রওনা দেন৷