বিশ্ব ইজতেমা
১৩ জানুয়ারি ২০১৩রবিবার দুপুরে আখেরী মোনাজাতে অংশ নেন দেশি বিদেশি লাখ লাখ মুসল্লি৷ মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের শীর্ষ স্থানীয় মুরব্বি নতুন দিল্লির মাওলানা জুবায়ের আহমেদ৷
চোখের জলে সমবেত মুসল্লিরা দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন৷ তাঁরা বলেন, ইসলামের জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য তারা মোনাজাতে এসেছেন৷ এসেছেন বিশ্ব ইজতেমায়৷
আর এই মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল শুরু হয় আগের রাত থেকেই৷ অনেকেই শেষ পর্যন্ত মূল ইজতেমা মাঠে পৌছাতে ব্যর্থ হন৷ বসে পড়েন রাস্তায়, খোলা মাঠে বা বাসার ছাদে৷ তবুও তাদের কোন আক্ষেপ নেই৷ আখেরী মোনাজাতে যেকানভাবে অংশ নিতে পেরেই তারা খুশী৷
এই ইজতেমায় মানুষ হাজির হন দীর্ঘপথ পায়ে হেঁটে৷ কারণ ইজতেমা মাঠের আশপাশের কমপক্ষে ১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুধু মানুষ আর মানুষ৷ মোনাজাত শেষ হওয়ার পরও একই চিত্র৷
এদিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ইজতেমার কাছে একটি বাড়িতে বসে আখেরী মোনাজাতে অংশ নেন৷
প্রসঙ্গত, গত দু'বছর ধরে তাবলীগ জামাতের এই বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে নিরাপত্তার কারণে৷ এর আগে একবারেই হত৷