1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়াবা কারবারিরা করবে ‘মাদক নির্মূল'

১৭ ফেব্রুয়ারি ২০১৯

কক্সবাজারের আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবা কারবারিকে ইয়াবাসহ সব ধরণের মাদক নির্মূলে কাজে লাগাতে চায় পুলিশ৷ তাদের কাছ থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে মাদক নির্মূল করা সম্ভব হবে বলেও ভাবছেন পুলিশের কর্মকর্তারা৷

https://p.dw.com/p/3DXbC
ছবি: picture-alliance/epa/Barbara Walton

কক্সবাজারের পুলিশ সুপার ডয়চে ভেলেকে জানান, ‘‘তারা আমাদের অনেক তথ্য দিয়েছেন৷ আরো তথ্য তারা দেবেন বলে আশা করি৷ যা ইয়াবা নির্মূলে কাজে লাগবে৷''

কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহিন আক্তার এবং পুলিশের আইজির উপস্থিতে ১০২ জন ইয়াবা কারবারি ও চোরাচলানি আত্মসমর্পণ করেন শনিবার৷ এর আগে তারা জেলা পুলিশের সেফ হোমে ছিলেন৷ যারা আত্মসমর্পণ করেছেন তাদের মধ্যে ৩৫ জন ইয়াবা গডফাদার রয়েছেন বলে পুলিশ জানিয়েছে৷ ৫৭ জন বড় ইয়াবা কারবারি৷

আত্মসমর্পণকারীরা সাড়ে তিন লাখ পিস ইয়াবা এবং ৩০টি আগ্নেয়াস্ত্রও জমা দিয়েছে৷ এই ১০২ জনের বিরুদ্ধে শনিবার ইয়াবা এবং আগ্নেয়াস্ত্রের জন্য মোট ২টি মামলা হয়েছে৷ ওই দু'টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের সবাইকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে৷

ইয়াবা ব্যবসায়ীর তালিকায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাইসহ তার ২৬ জন আত্মীয় স্বজন থাকলে থাকলেও তাদের মধ্যে আত্মসমর্পণ করেছেন মাত্র চারজন৷

এবিএম মাসুদ হোসাইন

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন ডয়চে ভেলেকে বলেন, ‘‘যারা আত্মমর্পণ করেছেন তাদের সঙ্গে আমাদের কয়েকটি চুক্তি হয়েছে৷ সেই চুক্তি অনুযায়ী শনিবার যে দু'টি মামলা হয়েছে এই দু'টি মামলায় সরকার সহযোগিতা করবে৷ তারা যাতে এই দু'টি মামলা থেকে সহজে অব্যাহতি পেতে পারে সেই আইনগত সহায়তা করবে সরকার৷ তবে তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আগের মাদক বা ইয়াবা মামলা আছে সেগুলোর বিরুদ্ধে তাদের নিজেদেরই আইনি লড়াই চালিয়ে মুক্ত হতে হবে৷ আর যারা আইনের মাধ্যমে কারাগার থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে তাদের স্বাভাবিক জীবন যাপন ও পুনর্বাসনে সব ধরণের সহায়তা করবে সরকার৷ আর যদি কেউ আবার মাদক ব্যবসায় ফিরে যায় তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে৷''

তিনি আরো বলেন, ‘‘স্বাভাবিক জীবনে যারা ফিরবেন তাদের সামাজিকীকরণ এবং সমাজে যাতে সবাই তাদের গ্রহণ করেন সে ধরনের সামাজিক উদ্যোগও নেয়া হবে৷''

আত্মসমর্পণকারী এই ইয়াবা ব্যবসায়ীরা সেফহোমে থাকার সময় পুলিশকে ইয়াবা ব্যবসার ব্যাপারে অনেক তথ্য দিয়েছে৷ তালিকার বাইরেও ২২০ জন ইয়াবা ব্যবসায়ীর নাম জেনেছে পুলিশ, যাদের আগে কেউ ইয়াবা ব্যবসায়ী হিসেবে জানতো না৷ তারা ইয়াবা পাচারের রুট এবং ব্যবসার কৌশল সম্পর্কেও জানিয়েছেন৷

পুলিশ সুপার জানান, ‘‘আমরা চাই, এই আত্মসমর্পণকারী ইয়াবা ব্যবসায়ীরা এখন আমাদের ইয়াবা ও মাদক নির্মূলে সহায়তা করুক৷ তাদের সহায়তায় আমরা ইয়বার বিরুদ্ধে আরো বড় ধরনের অভিযান পরিচালনা করতে চাই৷ তারা বাইরে বের হয়ে আসার পর আমরা তাদের নিয়ে নতুন করে কাজ শুরু করব৷ আর যে সময় তারা কারাগারে থাকবেন তখন আদালতের অনুমতি নিয়ে তাদের সঙ্গে কথা বলে আরো তথ্য জানার চেষ্টা করব৷''

তিনি জানান, ‘‘এরা আমাদের ইয়াবা ব্যবসা সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন৷ নতুন অনেকের কথা বলেছেন তাদের নাম তালিকায় নেই৷ আমরা এখন সেই সব তথ্য যাচাই বাছাইয়ের কাজ করছি৷ তথ্যগুলো যাচাই বাছাই শেষে কক্সবাজার এলাকায় ইয়রাবার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করব৷''

জানা গেছে, এরইমধ্যে ইয়াবা ব্যবসায়ীদের আরো উচু পর্যায়ের নিয়ন্ত্রকদের নাম পাওয়া গেছে৷ যা আগে পুলিশের অজানা ছিল৷ ৩০ জন এজেন্টের নাম জানা গেছে, যারা অর্থ লেনদেন এবং হুন্ডির মাধ্যমে দেশের বাইরে টাকা পাচারে সহায়তা করে৷

মীর মো. আকরাম হোসাইন

ইয়াবা ব্যবসায়ীদের এই আত্মসমর্পণ ও আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্যেও কিন্তু ইয়াবা চোরাচালান থেমে নেই৷ আত্মসমর্পণের আগের দিন শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের ইনানী, নাইক্ষ্যংছড়ি ও টেকনাফ সীমান্ত থেকে র‌্যাব ও বিজিবির সদস্যরা ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে৷ এছাড়া বিজিবি নাইক্ষ্যংছড়ি থেকে চার লাখ ৪০ হাজার ও টেকনাফ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে৷ তবে তারা কোনো পাচারকারিকে আটক করতে পারেনি৷

জেলা পুলিশ সুপার বলেন, ‘‘এজন্য শুধু অভিযান ও গ্রেপ্তারই যথেষ্ট নয়৷ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে৷ কারণ প্রচুর ইয়াবাসেবী আছেন৷ চাহিদা থাকলে এর চোরাচালান বন্ধ করা কঠিন৷''

ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণে নেপথ্যে থেকে সহায়তা করেছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ২৪-এর চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার মীর মো. আকরাম হোসাইন৷ তিনি শনিবার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

আত্মসমর্পণকারী ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন, কথা বলেছেন সেখানে উপস্থিত তাদের আত্মীয়স্বজনের সঙ্গে৷ আকরাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তারা স্বাভাবিক জীবনে ফিরতে চান৷ তারা ইয়াবা নির্মূলে পুলিশ প্রশাসনকে সহায়তা করতে চান৷ তাদের আত্মীয়স্বজন চান, তারা যেন আর ইয়াবা ব্যবসায় ফিরে না যায়৷ তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসেন৷ এতদিন তাদের স্বজনদের মধ্যে উৎকন্ঠা ছিল৷ সেই উৎকন্ঠার অবসান হয়েছে৷''

তিনি বলেন, ‘‘এই আত্মসমর্পণের মধ্য দিয়ে কক্সবাজার এলকায় ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ সাধারণ মানুষ মনে করেন এই ধরনের প্রক্রিয়া অব্যাহত থাকলে ইয়াবা নির্মূল হয়ে যাবে৷ তবে অভিযান, গ্রেপ্তার ও আত্মসমর্পণই শুধু নয়, ইয়াবা নির্মূলে প্রয়োজন সামাজিক আন্দোলন৷''

মো. ওসমান

এদিকে, যারা আত্মসমর্পণ করেছেন তাদের পরিবারের কয়েকজনের সঙ্গে টেলিফোনে কথা বলেছে ডয়চে ভেলে৷ তারা জানিয়েছেন, আত্মসমর্পণের পর এখন কী হবে সে ব্যাপারে তাদের স্পষ্ট ধারণা নেই৷ আত্মমর্পণকারী একজন মো. জোবাইর হোসেনের বাবা মো. ওসমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি জানিনা এখন কী হবে৷ বদির কথায় আত্মসমর্পণ করেছে৷ আমি আত্মসমর্পন অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করেছিলাম৷ পারি নাই৷''

তিনি দাবি করেন, ‘‘আমি মাছের ব্যবসা করি৷ আমার ছেলেও আমার সঙ্গে মাছের ব্যবসা করত৷ তবে তার বিরুদ্ধে একাধিক ইয়াবার মামলা আছে৷''

আত্মসমর্পণকারী ইউপি সদস্য রেজাউল করিম রেজার ভাই মোহাম্মদ ফরিদ অবশ্য এ বিষয় নিয়ে কথা বলতে তেমন আগ্রহী নন৷ তিনি বলেন, ‘‘আমি জানিনা আমার ভাই কেন আত্মসমর্পণ করেছে৷''

কক্সবাজারে ইয়াবা ব্যবসার সঙ্গে আলোচিত নাম উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি৷ বিতর্কের কারণেই গত ৩০ ডিসম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি৷ তার জায়গায় তার স্ত্রী শাহিন আক্তার মনোনয়ন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন৷ কিন্তু বদি ওই আত্মমর্পণ অনুষ্ঠানে ছিলেন না৷ তবে আত্মসমর্পণ অনুষ্ঠানে অতিথি হিসেবে তার থাকার কথা শোনা গিয়েছিল৷

প্রসঙ্গত, গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তালিকায় কক্সবাজার ও টেকনাফের এক হাজার ১৫১ জন মাদক ব্যবসায়ীর নাম আসে৷ তার মধ্যে ৭৩ জন শীর্ষ মাদক কারবারী বা পৃষ্ঠপোষকের নাম আছে৷ তালিকায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ তার পরিবারের ২৬ জন সদস্য রয়েছে৷ এতে তালিকাভুক্ত মাদক কারবারিদের সম্পদের তথ্যও রয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য