1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়েমেনে এগিয়েই চলেছে হুতি বিদ্রোহীরা

৬ এপ্রিল ২০১৫

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ঠেকাতে বিমান হামলা চালিয়েও বিশেষ সুবিধা করতে পারছেনা আরব জোট৷ হুতিদের অগ্রগতি অব্যাহত৷ পাকিস্তানের সহায়তা চেয়েছে সৌদি আরব৷ এর ফলে অদ্ভুত এক সংকটে পড়েছে পাকিস্তান৷

https://p.dw.com/p/1F39k
Jemen Huthi-Rebellen
ছবি: picture-alliance/AP Photo

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আগে থেকেই বলে আসছেন, সৌদি আরবের সার্বভৌমত্বের প্রতি কোনো রকমের হুমকি দেখা দিলে তা প্রতিহত করায় সক্রিয় সহযোগিতা দেবে পাকিস্তান৷ চলমান ইয়েমন সংকটে পাকিস্তানকে পাশে চেয়েছে সৌদি আরব৷ পাকিস্তানে এমনিতেই শিয়া-সুন্নি বিরোধ লেগেই আছে৷ সংখ্যাগুরু সুন্নিদের হামলায় শিয়াদের নিহত হওয়ার খবর প্রায়ই স্থান পায় সংবাদ মাধ্যমে৷ বর্তমান সরকারের আশঙ্কা, ইয়েমেনে শিয়াদের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলায় অংশ নিলে পাকিস্তানে জাতিগত বিরোধ আরো বাড়বে৷ এছাড়া সুন্নি প্রধান দেশ সৌদি আরবের পাশে দাঁড়ালে প্রতিবেশী, শিয়া প্রধান দেশ ইরান ক্ষুব্ধ হতে পারে- এই আশঙ্কাকেও অগ্রাহ্য করতে পারছেনা নওয়াজ শরিফ সরকার৷ সৌদি আরবের চাহিদা অনুযায়ী যত দ্রুত সম্ভব আরব জোটের বিমান বাহিনীর জন্য যুদ্ধবিমান, যু্দ্ধ সরঞ্জাম এবং সৈন্য পাঠানো ঠিক হবে কিনা, এ নিয়ে সোমবার পাকিস্তানের সংসদে বিতর্ক চলছে৷

এদিকে গত ১১ দিন ধরে মিত্র দেশগুলোকে নিয়ে সৌদি আরব হুতি বিদ্রোহীদের ওপর বিমান হামলা শুরু করলেও হামলায় তেমন কোনো কাজ হয়নি৷ হুতিরা ঠিকই এগিয়ে চলেছে এডেনের দিকে৷ সোমবার সেখানে হুতিদের সঙ্গে দেশত্যাগী প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির অনুগত বাহিনীর যুদ্ধে ৫৩ জন মারা গেছে বলে জানা গেছে৷

Jemen Humanitäre Lage
জ্বালানি তেলের জন্য সাধারণ মানুষের লম্বা লাইনছবি: picture alliance/abaca

ইয়েমেনে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত থাকলেও অবশ্য প্রেসিডেন্ট হাদির সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে হুতিরা৷ সোমবার হুতিদের পলিটব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখালতি এ কথা জানান৷ তবে তিনি জানিয়েছেন, আরব জোট বিমান হামলা বন্ধ করলেই কেবল আলোচনা সম্ভব৷

২০১২ সালে প্রচণ্ড বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ইয়েমেনের তখনকার প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ৷ তারপরও দক্ষিণ-পশ্চিম এশিয়ার মুসলিম প্রধান দেশটিতে শান্তি ফেরেনি৷ নির্বাচিত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি হুতি বিদ্রোহীদের হামলার মুখে দেশ ছাড়ার পর থেকে সে দেশে নতুন করে দেখা দেয় সংকট৷ রাজধানী সানাসহ দেশের বেশিরভাগ অঞ্চলই এখন শিয়া হুতি বিদ্রোহীদের দখলে৷ সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত সেনা সদস্যদের বড় একটি অংশ হুতিদের হয়ে লড়ছে৷ তাদের হামলার মুখেই দেশ ছেড়ে সৌদি আরবে আশ্রয় নিতে বাধ্য হন প্রেসিডেন্ট হাদি৷

এসিবি/জেডএইচ (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য