1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একাধিক তারকার উপস্থিতি, উদ্বোধনে তাক লাগাতে প্রস্তুত কাতার

২০ নভেম্বর ২০২২

মানবাধিকার ইস্যুতে সমালোচনা আর বিতর্ক ছাপিয়ে উদ্বোধনে তাক লাগাতে প্রস্তুত বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতার৷ এই ‘গ্রেটেস্ট শো অন আর্থ' এরইমধ্যে পেয়ে গেছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফুটবল বিশ্বকাপের তকমা৷

https://p.dw.com/p/4JnQv
বিশ্বকাপ ২০২২-কে স্মরণীয় করে রাখতে চাইছে তেল সমৃদ্ধ দেশ কাতার
বিশ্বকাপ ২০২২-কে স্মরণীয় করে রাখতে চাইছে তেল সমৃদ্ধ দেশ কাতারছবি: Xinhua News Agency/picture alliance

এক দেশ, এক শহর, আটটি স্টেডিয়াম৷ বেশিরভাগ মাত্র ২৫ কিলোমিটারের মধ্যে৷ এত স্বল্প পরিসরে বিশ্বের খেলাধুলার সবচেয়ে উত্তেজনাকর আসর হয়নি এর আগে৷ তারপরও আয়োজন দিয়েবিশ্বকাপ ২০২২-কে স্মরণীয় করে রাখতে চাইছে তেল সমৃদ্ধ দেশ কাতার৷ নানা উদ্বেগ, সমালোচনা, বিতর্ক পাশে রেখে যার শুরুটা হতে যাচ্ছে আজ প্রায় ৮৫ কোটি ডলারের নির্মিত আল বাইৎ স্টেডিয়াম থেকে৷

উদ্বোধনে চমক

কাতারের স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটা, বাংলাদেশ সময়ে রাত সাড়ে আটটা নাগাদ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা৷ দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড বিটিএস-এর গায়ক জুংকুক ও কাতারের শিল্পী ফাহাদ আল-কুবাইসি পরিবেশন করবেন টুর্নামেন্টের অফিশিয়াল সংগীত ড্রিমার্স৷উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং মিশর ও আলজেরিয়ার প্রেসিডেন্টরা উপস্থিত থাকছেন৷ এছাড়াও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও থাকবেন বলে জানা গিয়েছে৷ 

এই অনুষ্ঠানের থিম হল সমস্ত মানবজাতির জন্য সমাবেশ, মানবতা, সম্মান এবং সবাইকে নিয়ে মিলেমিশে থেকে যাবতীয় পার্থক্য দূর করা।

ফিফার প্রত্যাশা বিশ্বমানের প্রতিভা দিয়ে পরিচালিত আয়োজনের উদ্বোধনে কোনো ঘাটতি থাকবে না৷ এতে বিশ্ব সংস্কৃতির সঙ্গে কাতারের ঐতিহ্যের  মেলবন্ধন ঘটানো হবে বলে জানিয়েছে তারা৷ ৩২টি প্রতিযোগী দল, পূর্ববর্তী ফিফা বিশ্বকাপের আয়োজক এবং ইভেন্টের স্বেচ্ছাসেবকদের উদ্বোধনে শ্রদ্ধা জানানো হবে৷

উদ্বোধন অলিম্পিকের ধাঁচে?

উদ্বোধনী আয়োজনের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকছেন একাধিক অলিম্পিকের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানের অভিজ্ঞ শিল্পী মার্কো বালিচ৷ ৩০ মিনিটের এই আয়োজনের জন্য এক বছর ধরে কাজ করছেন বলে বার্তা সংস্থা এপিকে জানান তিনি৷

বালিচ কাতারে অনেক চমকের প্রতিশ্রুতি দিচ্ছেন৷ এমনকি যেসব কাতারের বিশ্বকাপ আয়োজন নিয়ে যেসব সমালোচনা ও উদ্বেগ রয়েছে সেগুলোকে উদ্বোধনে তুলে ধরার কথা বলেছেন তিনি৷ বলেন, "আমি চমক আগে থেকে বলব না৷ তবে বিতর্কিত সমস্ত বিষয়ে অবশ্যই মনোযোগ দেওয়া হবে এবং প্রতিক্রিয়া জানানো হবে৷ এটি শুধু পশ্চিমা বিশ্বকে খুশি করার বিষয়ে নয় বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম যাতে এশিয়া এবং পশ্চিমা বিশ্ব স্বাচ্ছন্দ্যে মিলিত হতে পারে৷আমি মনে করি এতে সব সমালোচনা এবং সমস্যার উত্তর থাকবে৷''

চমকপূর্ণ উদ্বোধন দেখতে ৬০ হাজার দর্শক আসনের স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ তো থাকবেই৷ আর টেলিভিশন সেট কিংবা মোবাইলের সামনে থাকবেন পৃথিবীর সমস্ত ফুটবলপ্রেমীরা৷ উদ্বোধনের পর একই স্টেডিয়ামে স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ৩২ দেশের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই৷

আগের দিন ফিফা প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্য

এদিকে বিশ্বকাপের সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের কাছে উদ্বোধনের আগের দিন শনিবার আয়োজন নিয়ে ব্রিফ করেন ফিফা প্রেসিডেন্ট জানি ইনফান্তিনো৷ সেখানে বিস্ফোরক মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট৷ অভিবাসী শ্রমিকদের সঙ্গে আচরণ ও এলজিবিটিকিউ অধিকার নিয়ে কাতারের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর সমালোচনার কড়া প্রতিক্রিয়া জানান তিনি৷ তিনি বলেন, ‘‘আমি ইউরোপীয়৷ বিশ্বজুড়ে তিন হাজার বছর ধরে আমরা যা করেছি নৈতিকতা শেখানোর আগে তার জন্য পরবর্তী তিন হাজার বছর ক্ষমা চেয়ে যাওয়া উচিত।’’ ইউরোপের ‘একপাক্ষিক নৈতিকতা’-কে তিনি ‘ভণ্ডামি’ বলে উল্লেখ করেন৷ কেন বিশ্বকাপ আয়োজন নিয়ে কাতারের বিরুদ্ধে এত সমালোচনা সেটি তার বোধগম্য নয় বলেও জানান৷

এদিকে মানবাধিকার ইস্যুতে অংশ নেয়া দলগুলোর প্রতিবাদ কর্মসূচি বন্ধে ফিফার প্রচেষ্টার কড়া সমালোচনা করেছেন জার্মান ফুটবল ফেডারেশনের সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ৷ জার্মান অধিনায়ক মানুয়েল নয়ার রংধনু আর্মব্যান্ড পরে মাঠে নামার কারণে জরিমানা দিতে হলে তা দিতে তিনি প্রস্তুত বলেও জানান৷ তিনি বলেন, ‘‘ব্যক্তিগতভাবে এই জরিমানার জন্য আমি যথেষ্ট প্রস্তুত থাকব৷ এটা কোনো রাজনৈতিক বরং মানবাধিকারের পক্ষে অবস্থান৷’’

উল্লেখ্য ফিফা সভাপতি জানি ইনফান্তিনো দুই সপ্তাহ আগে পাঠানো এক চিঠিতে দলগুলোকে রাজনৈতিক ইস্যু রেখে ফুটবলে মনোযোগ দেয়ার উপর জোর দেন৷ তার প্রেক্ষিতে নয়েনডর্ফ এমন জবাব দেন৷   

আরকেসি/এফএস (রয়টার্স, এপি, ফিফা)