করোনায় আক্রান্ত দুই হাজার পেরোল
১৮ এপ্রিল ২০২০স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব প্রতিষ্ঠান আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরাজাদী সেব্রিনা ফ্লোরা৷ তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে ২১ হাজার ১৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাদের মধ্যে দুই হাজার ১৪৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে৷ মৃত্যু হয়েছে ৮৪ জনের৷
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আটজন৷ সব মিলিয়ে ৬৬ জন কোভিড ১৯ সংক্রমণ থেকে মুক্তি লাভ করেছেন৷ আক্রান্তদের মধ্যে ৫৬৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, ১১ জন আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে৷
ব্রিফিংয়ে মীরাজাদী সেব্রিনা বলেন, জেলাভিত্তিক সবচেয়ে বেশি সংক্রমিত রোগীর সংখ্যা ঢাকা জেলাতে, যার হার ৩২ ভাগ৷ এছাড়া গাজীপুরে নতুন করে সংক্রমণের হার বাড়ছে৷ সেখানে প্রথমদিকে সংক্রমিতরা নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন৷ গাজীপুরের পরই সংক্রমণের সংখ্যা বাড়ছে নরসিংদীতে৷ এরপরই রয়েছে কিশোরগঞ্জ৷
উল্লেখ্য, আইইডিসিআর এর ওয়েবসাইটে ১৭ এপ্রিল সকাল আটটা পর্যন্ত দেয়া তথ্য অনুযায়ী ঢাকা শহরে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৭৪০ জন৷ এরপরই ছিল নারায়নগঞ্জে, ২৮৯ জন৷ অন্যদিকে গাজীপুরে ১১৭ জন ও নরসিংদীতে ৬৫ জন রোগী শনাক্ত হয়েছেন৷
এফএস/জেডএ