আরো ১৬ জনের মৃত্য
১৬ মে ২০২০বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়৷ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৩ টি ল্যবে ছয় হাজার ৭৮২ টি করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তবে আগের দিন শুক্রবার থাকায় বেশ কিছু ল্যাবের পরীক্ষার ফলাফল আসেনি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা ৷
নতুন ৯৩০ জনকে নিয়ে বাংলাদেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৯৯৫ জনে৷ এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩১৪ জন৷ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ১৬ জনের ১২ জনই ছিলেন ঢাকা বিভাগের৷ বাকিরা চট্টগ্রাম ও রংপুর বিভাগের৷ ঢাকা বিভাগের মধ্যে ঢাকা শহরেরই ছিলেন সাতজন৷
ব্রিফিংয়ে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে নতুন করে ২৩৫ জন সেরে উঠেছেন৷ সব মিলিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা চার হাজার ১১৭ জন৷
এফএস/এআই