করোনায় ভিন্ন উপায়ে সোচ্চার দুনিয়ার মজদুররা
১ মে ২০২০করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীতে কাজ হারিয়ে বা অলস হয়ে বসে আছেন কোটি কোটি মানুষ৷ তাই এবারের মে দিবস তাদের জন্য ভিন্ন৷ কর্মপরিবেশ, বেতন, ভাতা এসবের দাবিতে এমনকি প্রতিবাদ সমাবেশও করতে পারছেন না তারা৷
এশিয়ার ক্ষতিগ্রস্তদের মধ্যে একটা বড় অংশ পোশাক শিল্পের কর্মী৷ তাদের একজন ইন্দোনেশিয়ার উইরিওনো৷ দুই সন্তানের এই পিতা এখন লে অফে আছেন৷ এছাড়া পাশাপাশি কফি সরবরাহকর্মী হিসেবে যে কাজটি করতেন তা বন্ধ৷ উপায় না দেখে শেষমেষ কাপড় সেলাইয়ের একটা দোকান দিয়েছেন তিনি৷
‘‘কারখানায় যে বেতন পেতাম তার সমান হয়ত এখন কামাতে পারি না৷ কিন্তু স্ত্রী ও সন্তানদের খাবার তো জোগাড় করতে হবে,’’ বার্তা সংস্থা এপিকে বলেন তিনি৷
শুধু উইরিওনো নয়, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া বা মিয়ানমারে এমন লাখ লাখ শ্রমিক কাজ হারিয়েছেন৷ এসব পোশাক কারখানার অসংখ্য অর্ডার বাতিল হয়েছে৷ তাই তারা কাজ দিতে পারছে না৷ এছাড়া সরকারের বেঁধে দেয়া লকডাউন তো আছেই৷
শুধু ইন্দোনেশিয়াতেই ২০ লাখ পোশাক শ্রমিক কর্মহীন৷ কম্বোডিয়াতে প্রায় ১৩০টি কারখানা লে অফে গিয়েছে৷ এতে সেখানকার এক লাখ শ্রমিক কাজ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়৷ দেশটিতে এক হাজার কারখানা রয়েছে, যেখানে আট লাখের মতো শ্রমিক কাজ করেন৷
‘‘কোভিড-১৯ একটি মুখবিহীন খুনি বা সন্ত্রাসী, যে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষকে মেরে ফেলছে এবং আক্রান্ত করছে,'' মন্ত্রণালয়ের মুখপাত্র হেং সৌর বলেন৷ তিনি জানান, অন্যান্য দেশের মতো মে দিবসে শ্রমিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তারা৷ ইন্দোনেশিয়াতেও একে রমজান মাস, তার ওপর করোনার প্রাদুর্ভাবের কারণে শ্রমিকরা যেন বড় জমায়েত না করেন সে আহ্বান দিয়েছে সরকার৷
কম্বোডিয়া ও মিয়ানমারের জন্যও করোনা নিয়ে এসেছে বড় দুঃসংবাদ৷ বিশেষ করে শ্রমিক অধিকার নিশ্চিত করতে না পারলে ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে তাদের একটি বড় অংকের রপ্তানির ওপর বাণিজ্য সুবিধা তুলে দেয়ার কথা বলেছে৷
মিয়ানমারে ৬০ হাজারেরও বেশি শ্রমিক চাকরি হারিয়েছেন৷ বেসরকারি সংস্থা অ্যাকশন এইড মিয়ানমারের কান্ট্রি ডিরেক্টর আরাধ্য মেহতা জানিয়েছেন, তাদের মধ্যে নারী শ্রমিকরা শুধু চাকরিই হারিয়েছেন তা নয়, তারা পারিবারিক নির্যাতনেরও শিকার হচ্ছেন৷
এদিকে, করোনার সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি নিয়েই বাংলাদেশে আটশ'রও বেশি পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে৷ শ্রমিক অধিকার কর্মীরা বলছেন, খোলার প্রক্রিয়ায় থাকা কারখানার প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে৷
‘‘কোনো কোনো পোশাক মালিক কারখানায় নিরাপত্তার পরিবেশ বজায় রাখছেন৷ বাকিরা রাখছেন না৷ এটা খুবই বিপদজনক,’’ এপিকে বলেন শ্রমিক অধিকার কর্মী কল্পনা আক্তার৷
বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ৷ বছরে এখন প্রায় সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার রপ্তানি করে তারা, যদিও এ বছর রপ্তানি বৃদ্ধির হার এমনিতেই ঋণাত্মক ছিল৷ তার ওপর করোনার কারণে শিল্পটির বেহাল দশা৷ তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ-র সভাপতি রুবানা হক জানিায়েছেন, এখন পর্যন্ত কারখানাগুলোর প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের অর্ডার বাতিল হয়েছে৷ এসব কারখানায় প্রায় ৪১ লাখ শ্রমিক কাজ করেন৷
এদিকে, পৃথিবীর কোথাও কোথাও মে দিবস পালনে ভিন্ন পন্থা অবলম্বন করেছেন কর্মীরা৷ তুরস্কে কর্তৃপক্ষ বা ইউনিয়নগুলোর অনুমোদন না থাকা সত্ত্বেও কোথাও কোথাও জড়ো হয়েছেন কর্মীরা৷ চেক প্রজাতন্ত্রে গাড়ির হর্ন বাজিয়ে কিংবা ফ্রান্সে ব্যালকনি থেকে গান গেয়ে অধিকার আদায়ের কথা বলা হয়৷ তাদের দাবি ছিল, কর্মক্ষেত্রে মাস্ক সরবরাহ, স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা অথবা চাকরি হারানোদের সরকারি সাহায্য দেয়া৷
গ্রিসের রাজধানী এথেন্সের সিনটাগমা স্কয়ারে প্রতিবাদকারীরা দুই মিটার দূরত্ব বজায় রেখে লাইন করে দাঁড়ান৷ আয়োজকরা টেপ দিয়ে দাগ দিয়ে দেন৷
জার্মানিতে গেল ৭০ বছরে এই প্রথমবার রাস্তায় বড় সভা সমাবেশ মিছিল ছাড়া পালিত হলো মে দিবস৷ এর পরিবর্তে জার্মান ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (ডিজিবি) ও সামাজিক গণতন্ত্রী পার্টি (এসপিডি) অনলাইনে অনুষ্ঠান করেছেন৷
জেডএ/এসিবি (এপি, ডিপিএ)