সাইকেল মিছিল
২০ মার্চ ২০১২নিজের ঘরে বসে পড়ছিল ছোট্ট মেয়েটা৷ তার সঙ্গে বসে একই সঙ্গে পড়াশোনা করছিল ক্রিস্টাল৷ সুদূর ফ্রান্স থেকে কলকাতায় এসেছে ক্রিস্টাল এবং বাংলা ভাষার প্রেমে পড়ে থেকে গিয়েছে এই শহরে, ঘর বেঁধেছে আমাদের মাতৃভাষার সঙ্গে৷
এবছরের ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, কলকাতার হান্ড্রেড মাইলস নামে এক পর্যটন সংস্থার উদ্যোগে আয়োজিত এক সাইকেল সফরে অংশ নিয়ে বাংলাদেশের ভাষা শহিদ স্মারকে শ্রদ্ধা জানাতেও গিয়েছিলেন ক্রিস্টাল৷ সেখানে শুধু বাংলা ভাষা নয়, বাংলাদেশকেও মন দিয়ে এসেছেন এই বিদেশিনী৷
বাংলাদেশের ভাষা-শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবার এই উদ্যোগের পিছনে কোন্ ভাবনা কাজ করেছিল৷ চমৎকার একটা জবাব দিলেন হান্ড্রেড মাইলসের ওঁরা৷ মাতৃভাযার জন্যে রক্ত তো ওঁরা ঝরাতে পারেননি, কিন্তু কিছুটা ঘাম তো ওরা ঝরাতেই পারেন৷ সেই ভাবনা থেকেই কলকাতা-ঢাকা সাইকেল সফর৷ অনেকেই সঙ্গী ছিলেন সেই সফরে, কিন্তু সীমান্ত পার করে বাংলাদেশে গিয়েছিলেন ওঁরা ১২ জন৷ এবং সেখানে গিয়ে মানুষের আতিথেয়তায় ওঁরা আপ্লুত, বলছিলেন হান্ড্রেড মাইলসের শমীক ভট্টাচার্য৷
ওঁদের যাত্রাপথেই দেখা করতে এসেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম নেতা বাঘা সিদ্দিকি৷ তিনি আদর করে সবাইকে নিয়ে গিয়েছিলেন নিজের বাড়িতে৷ বলছিলেন হান্ড্রেড মাইলসের আরেক সংগঠক স্মরজিৎ রায়৷
বাংলাদেশের পর্যটনমন্ত্রী মুহম্মদ ফারুক খান নিজের দপ্তরে ওঁদের সবাইকে ডেকে এনে আলাপ করেছেন৷ দুই দেশের মধ্যে পর্যটন কীভাবে আরও বাড়ানো যায়, কীভাবে ভিসা প্রক্রিয়া আরও সহজ করা যায়, সেসব সম্পর্কে ওঁদের মতামত নিয়েছেন৷
এই আন্তরিকতার স্মৃতি আর একরাশ মুগ্ধতা নিয়েই ওঁরা ফিরে এসেছেন বাংলাদেশ থেকে৷ আর কলকাতা থেকে ঢাকা, ওঁদের যাত্রাপথে থেকে গিয়েছে সেই গানের রেশ, যে গান ওঁরা বেঁধেছিলেন বিশেষ করে এই সফরের জন্য৷
প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়, কলকাতা
সম্পাদনা: দেবারতি গুহ