1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেন ছাত্র সংসদ নির্বাচন হয় না

৯ অক্টোবর ২০১৮

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন এখন ইতিহাস৷ ২৮ বছর আগে স্বৈরাচারী এরশাদ সরকারের আমলে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়৷ এরপর স্বৈরাচারের পতন হলো, গণতন্ত্র এলো, ছাত্র সংসদ নির্বাচন বিদায় নিলো৷

https://p.dw.com/p/365mP
১৯৫২ সালে ডাকসু নেতাদের নেতৃত্বে ভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াইছবি: Journey/A. Hoque

গত বছরের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ইনস্টিটিউটের শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য দুই দফা টানা অনশন করেন৷ তাঁর দাবি ছিল, ওই বছরের ডিসেম্বরের মধ্যে ডাকসু নির্বাচন দিতে হবে৷ তিনি অনশনের জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন ভিসির বাড়ির সামনের সড়কদ্বীপকে৷ ওই অনশনে সাধারণ ছাত্র, ছাত্র নেতা ও শিক্ষকরা সংহতি জানিয়েছিলেন৷ তবে তিনি হুমকির মুখেও পড়েন৷ রাতের আঁধারে তাঁর ওপর হামলা হয়েছিল৷ তাঁর ব্যবহৃত সাইকেলটিও তখন ভেঙে ফেলা হয়৷

ওয়ালিদ আশরাফ ডয়চে ভেলেকে বলেন,‘‘তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিশ্রুতি পেয়ে অনশন ভঙ্গ করেছিলাম৷ তিনি দ্রুতই ডাকসু নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন৷ কিন্তু দুঃখজনক হলেও সত্য,  এক বছর হয়ে গেলেও এখনো তিনি ডাকসু নির্বাচনের আয়োজন করেননি৷''

একজন সাধারণ ছাত্র হিসেবে তাঁর কাছে ডাকসু নির্বাচন কেন গুরুত্বপূর্ণ জানতে চাইলে তিনি বলেন,‘‘ ডাকসু না থাকায় সাধারণ ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়৷ তাঁদের নানা সমস্যা এবং যৌক্তিক দাবি আদায়ের প্ল্যাটফর্ম হলো ডাকসু৷ সেটা না থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের দিকে নজর দিচ্ছে না৷ স্বৈরাচারী হয়ে উঠছে৷''

ওয়ালিদ আশরাফ

তিনি আরো বলেন, ‘‘ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে৷ আমরা জাতীয় পর্যায়ে নতুন নেতৃত্ব পাই না৷ নির্বাচন না হওয়ায় নেতৃত্ব দুই পরিবারের মধ্যেই সীমবদ্ধ৷ আর ছাত্র সংসদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও প্রতিভার বিকাশ ঘটে৷ ২৮ বছর ধরে তা রুদ্ধ হয়ে আছে৷''

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘ছাত্র সংগঠনগুলো কোনো কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে৷ আর প্রধান দু'টি রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে, তখন ডাকসু নির্বাচন চায় না৷ কারণ, ডাকসুতে সরকারের বাইরের ছাত্র সংগঠন থেকে নির্বাচিত হলে তা সরকারের জন্য ভয়ের৷ তাই তারা নির্বাচন চায় না৷ তাই ছাত্র সংগঠনগুলোও ওই সিদ্ধান্তের বাইরে যেতে পারে না৷ আবার ছাত্র সংঘঠনের নানা পদে যাঁরা আছেন, তাঁরা মনে করেন, ডাকসু নির্বাচন হলে তাঁরা কোণঠাসা হয়ে পড়বেন৷ নানা গোষ্ঠী নানা স্বার্থে তাই ডাকসু নির্বাচন হতে দেয় না৷ শিক্ষকদের নির্বাচন হয়, সিনেট , সিন্ডিকেট নির্বাচন হয়৷ শিক্ষক সমিতির নির্বাচন হয়৷ ছাত্র সংসদ নির্বাচন হয় না৷''

১৯৯০ সালের ৬ জুন সর্বশেষ ঢাকা বিশ্ববিদালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-র  নির্বাচন হয়৷ সেই নির্বাচনে ছাত্রদলের প্যানেল জয়ী হয়৷ আমান উল্লাহ আমান ভিপি এবং খায়রুল কবির খোকন জিএস নির্বাচিত হন৷ ১৯৮৯ সালেও ডাকসু নির্বাচন হয়৷ আর সেই নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ভিপি এবং মুশতাক আহমেদ জিএস নির্বাচিত হন৷ এই প্যানেলটি ছিল ছাত্রলীগসহ বাম ছাত্র সংগঠনগুলোর একটি যৌথ প্যানেল৷ ১৯৭১ সালের পর ডাকসু নির্বাচন হয়েছে মাত্র সাত বার৷

১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনের পর ২৮ বছরে শুধু ডাকসু নয়, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনই হয়নি৷  নির্বাচনের জন্য নেক আন্দোলন হয়েছে৷ দেশের সর্বোচ্চ আদালতে একাধিকবার রিট হয়েছে৷ কিন্তু ছাত্র সংসদ নির্বাচন আর হয়নি৷ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাকসু নির্বাচন করার উপায় খুঁজতে সব ছাত্র সংগঠন নিয়ে বৈঠকও করেছেন৷ তবে ওই বৈঠক পর্যন্তই শেষ৷

প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সে ছাত্র সংসদের বিষয়টি রয়েছে৷ ছাত্র সংসদের জন্য আলাদা গঠনতন্ত্র আছে৷ ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সে ডাকসুর কথা বলা হয়েছে৷ আর ডাকসুর গঠনতন্ত্রে বলা হয়েছে, প্রতি বছর ডাকসু নির্বাচন হবে৷ কীভাবে হবে, কাদেরকে নিয়ে হবে, সেগুলো বিস্তারিত  বলা আছে গঠনতন্ত্রে৷ প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও জিএসসহ সব কর্মকর্তা ছাত্রদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার বিধান আছে৷ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র সংসদ আছে৷ সেখানেও সরাসরি ভোটে কর্মকর্তাদের নির্বাচিত হওয়ার বিধান৷ একই দিনে ভোট হয়, ছাত্ররা যে যার হলে ভোট দেন৷ আর দুটি ব্যালট পেপারে তাঁরা হল ও কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচন করেন৷ প্রার্থীরা প্যানেল করতে পারেন৷ তবে কেউ প্যানলের বাইরেও এককভাবে নির্বাচন করতে পারেন৷

গঠনতন্ত্র অনুযায়ী, ছাত্র সংসদের প্রেসিডেন্ট পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদাধিকার বলে ছাত্র সংসদের কোষাধ্যক্ষ৷

ছাত্র সংসদের মূল উদ্দেশ্য হলো নেতৃত্বে বিকাশ৷ বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ৷ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা৷ ছাত্র ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় এলাকায় গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা৷ বিশ্ববিদ্যালয়ের নানা সিদ্ধান্ত ও উন্নয়নে ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করা৷

ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ আগামী মার্চে ডাকসু নির্বাচন করার একটা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে৷ তবে সেটা যে তারা নিজ থেকেই নিয়েছেন, তা নয়৷ হাইকোর্ট গত জানুয়ারি মাসে এক রিটের রায়ে ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে৷ এরপর গত ৪ সেপ্টেম্বর আইনজীবী মনজিল মোরশেদ আদালতের নির্দেশনা অনুসারে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানসহ তিন জনকে আইনি নোটিশ দেন৷ অন্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন৷

মনজিল মোরশেদ

মনজিল মোরশেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আদালত ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচনের আয়োজন করতে বলেছিলেন৷ তা না করায় প্রথমে আইনি নোটিশ এং পরে আদালত অবমাননার রুল চেয়ে  মামলা করি৷ তবে অ্যাটর্নি জেনারেলের আবেদনের কারণে সেটার শুনানি এখনো কার্যতালিকায় আসেনি৷ আমরা শুনানির জন্য আবেদন করব৷''

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘ডাকসু নির্বাচন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না৷ তাদের একক প্রশাসনিক ক্ষমতা খর্ব হবে, তাই তারা ডাকসু নির্বাচন চান না৷ আর সব সময়ই ক্ষমতাসীন ছাত্র সংগঠন এই নির্বাচনের বিরোধিতা করে৷ কারণ, তারা মনে করে, তারা সংগঠনের নেতা হলেও ডাকসুর নির্বাচিত নেতা হয়তো হতে পারবেন না৷ তারা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা হওয়ার কারণে এক ধরনের প্রভাব- প্রতিপত্তি ভোগ করেন৷ তা খর্ব হওয়ার আশঙ্কায় থাকেন৷ আর সবশেষ কারণ হলো, যারা জাতিকে নেতৃত্বশুণ্য করতে চায়, তারাও ডাকসু নির্বাচন হতে দিতে চায় না৷ বিশ্ববিদ্যালয়ের সাংঘর্ষিক পরিস্থিতির কথা ছাত্র সংসদের নির্বাচন না দেয়ার অজুহাত হিসেবে দেখানো হয়৷ আমার কথা হলো, দেশের পরিস্থিতি তো আরো খারাপ৷ তাহলে জাতীয় নির্বাচন হয় কিভাবে?''

গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে একটি বৈঠক করে৷ ওই বৈঠকে আগামী মার্চে ডাকসু নির্বাচন করার প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত হয়৷ বৈঠকে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন ডয়চে ভেলেকে জানান, ‘‘বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়৷ সেখানে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠনের প্রতিনিধিরা ছিলেন৷ বিশ্ববিদ্যালয়ের ভিসি, পরিবেশ পরিষদের শিক্ষক, হলের প্রভোস্টসহ আরো অনেকে ছিলেন৷ সেখানে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদের নির্বাচন নিয়ে সবাই মতামত দিয়েছেন৷ মার্চে ডাকসু নির্বাচনের টার্গেট ধরে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ তার মধ্যে রয়েছে ডাকসুর গঠনতন্ত্র যুগোপযোগী করা, ভোটার তালিকা তৈরি করা, তফসিল ঘোষণা করার সময় সীমা নির্ধারণ৷ সম্মানিত উপাচার্য মহোদয় মার্চের মধ্যেই ডাকসু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন৷ আমরা তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই৷''

মো. সাদ্দাম হোসেন

তিনি বলেন, ‘‘২৮ বছর ধরে ডাকসু নির্বাচন হচেছ না৷ বিশ্ববিদ্যালয়ের যে আধুনিক ধারণা, তাতে ছাত্র- শিক্ষকদের মধ্যে মিথষ্ক্রিয়া প্রয়োজন৷ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, সিদ্ধান্ত, প্রগতি এসব বিষয়ে ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন৷ ডাকসু না থাকায় তা সম্ভব হচ্ছে না৷ বিভিন্ন ছাত্র সংগঠন যার যার আদর্শিক অবস্থান থেকে ছাত্রদের কল্যাণে কাজ করার চেষ্টা করে৷ কিন্তু তার জন্য একটি সম্মিলিত প্ল্যাটফর্ম থাকলে কাজটি আরো ভালো হয়৷ সেই প্ল্যাটফর্ম হলো ছাত্র সংসদ৷ বর্তমানে যারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের বড় একটি অংশ অতীতে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ছিলেন৷ আর দীর্ঘদিন ছাত্র সংসদ না থাকায় নেতৃত্বের বিকাশ ঘটছে না৷''

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন,‘‘ডাকসু নির্বাচন না হওয়ার জন্য ছাত্র সংগঠনগুলো কোনোভাবেই দায়ী নয়৷ নির্বাচন আয়োজনের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের৷ এখন বিশ্ববিদ্যালয়ে কোনো সংঘাত বা সংঘর্ষ নাই৷ সব ছাত্র সংগঠন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে৷ ঠিক মতো ক্লাস, পরীক্ষা হচ্ছে৷''

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদি তালুকদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা একটা ভালো দিক যে, ডাকসু নির্বাচন নিয়ে পরিবেশ পরিষদের মিটিংয়ে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল৷ তবে এর আগে ডাকসু ক্যাফেটারিয়ায় আরেকটি আলোচনায় আমরা যাওয়ার পর আমাদের ওপর হামলা হয়েছিল৷ এবার অনেকদিন পর ডাকসু নির্বাচনের উদ্যোগ নেয়া হলেও শেষ পর্যন্ত আমি সন্দিহান৷ কারণ, দেশের রাজনৈতিক অবস্থা৷ ১৫৫ জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷ এই পরিস্থিতিতে ডাকসু নির্বাচন কি আদৌ হবে?''

আল মেহেদি তালুকদার

তিনি দাবি করেন, ‘‘৯০-এর বিরোধী ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনবিরোধী ছিল৷ কিন্তু এবার আমরা বিরোধী ছাত্র সংগঠন হয়েও ডাকসু নির্বাচনের পক্ষে৷''

তবে তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘যে দল যখন ক্ষমতায় থাকে, তারা তখন ছাত্র সংসদ নির্বাচন চায় না৷''

এদিকে ডাকসু নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান বলেন, ‘‘সামনে আমাদের কনভোকেশন৷ আমরা এখন সেটা নিয়ে ব্যস্ত আছি৷'' আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি৷

রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, আ স ম আবদুর রব, মুজাহিদুল ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, মুশতাক হোসেন, আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকনের মতো ডাকসুর আরো অনেক সাবেক ভিপি-জিএস জাতীয় রাজনীতিতে সক্রিয়৷ সারা দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংদের অনেক নির্বাচিত নেতাও জাতীয় রাজনীতিতে অবদান রাখছেন৷ জেলা এবং স্থানীয় পর্যায়ের ডিগ্রী কলেজগুলোর ছাত্র সংসদ থেকেও পরবর্তীতে স্থানীয় নেতৃত্বের জন্ম হয়েছে৷ কিন্তু গত ২৯ বছর ধরে এই প্রক্রিয়া রুদ্ধ হয়ে আছে৷ শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়নে ছাত্রদের অংশগ্রহণ নেই৷ তাঁদের সমস্যা বা চিন্তার কথা তুলে ধরার কোনো ফোরাম নেই৷ ফলে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও চাঁদাবাজিকেন্ত্রিক কথিত নেতৃত্বের বিকাশ ঘটেছে৷ তারা কোনো-না-কোনো দলের লেজুড়বৃত্তি করেন৷

সুলতান মোহাম্মদ মনসুর আহমদ

দীর্ঘ বিরতির পর এরশাদের সময় ১৯৮৯ সালে ডাকসু নির্বাচন হয়৷ সেই নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলেন ছাত্রলীগের সুলতান মোহাম্মদ মনসুর আহমদ৷ তিনি এবং মুশতাক আহমেদ ডাকসু নির্বাচন আয়োজনের দাবিতে তখন হাইকোর্টে রিট করেছিলেন৷ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘এর পরের বছর আবার ডাকসু নির্বাচন হয়৷ এরপর গত ২৮ বছরে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ বা শিক্ষা প্রকিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হয়নি৷ এটা দুর্ভাগ্যজনক৷ এর কারণ হলো বর্তমান সিস্টেম চায়নি নতুন কোনো নেতৃত্ব বা সৃষ্টিশীল নেতৃত্ব তৈরি হোক৷ পাশাপাশি সামাজিক এবং সৃজনশীল কাজের প্রতি মানুষের যে আগ্রহ, তা থেকে বিমুখ করার জন্যই এটা করা হয়েছে৷ কারণ, দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হলে যা খুশি তাই করা যাবে না৷ এখন যে অকার্যকর রাষ্ট্র এর মূল কারণ এটাই৷''

তিনি বলেন, ‘‘ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘাতের কারণে ছাত্র সংসদ নির্বাচন করা যায় না, এটা একটা ভুয়া যুক্তি৷ ছাত্ররা সংঘাত-সংঘর্ষ করে না, তাদের দিয়ে করানো হয়৷ সংঘাত হবে কেন? সংঘাত হলে ব্যবস্থা নিতে হবে৷ ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা আছে৷ সেটা অনুসরণ করলেই আর কোনো সমস্যা হবে না৷''

তিনি আরো বলেন, ‘‘সারা দেশে যদি ঠিকমতো এবং নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হয়, তাহলে জাতীয় পর্যায়ে নতুন এবং সৃষ্টিশীল নেতৃত্বের বিকাশ ঘটবে৷ স্থানীয় পর্যায়েও নতুন নতুন নেতৃত্ব আসবে, যা দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে৷ আর দেশে ছাত্ররা তাঁদের অধিকার আদায় করতে পারবে৷ খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে৷ একটা মননশীল পরিবেশ তৈরি হবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান