কেমন আছেন মানসিক রোগীরা?
১২ অক্টোবর ২০১৫ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার'-এ প্রকাশিত খবর বলছে, রোগীদের সঠিক সেবা দিতে আরও ৩০ জন চিকিৎসক প্রয়োজন৷ আর হাসপাতালে কর্মচারীদের জন্য ৪৯২টি পদ থাকলেও বর্তমানে কাজ করছেন ৩৬৬ জন৷ হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকার হাসপাতালে চিকিৎসক নিয়োগ দিলেও অনেকে সেখানে কাজ করতে চান না৷
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ২০১১ সালের প্রতিবেদন বলছে, বাংলাদেশে মানসিক সমস্যাগ্রস্ত প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যা প্রায় দেড় কোটি৷ আর ১২ থেকে ১৭ বছরের শিশুদের মধ্যে প্রায় ২০ শতাংশের মানসিক রোগ রয়েছে৷
বাংলাদেশে মানসিক রোগীদের স্বাস্থ্যসেবা নিয়ে বেশ কয়েকটি ছবি ছাপিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান৷ বাংলাদেশে মানসিক রোগীদের বেশ অবহেলা করা হয়৷ রোগীদের গায়ে কলঙ্ক লেপে দিয়ে তাদের অনেক সময় শিকল দিয়ে বেঁধেও রাখা হয়৷
গার্ডিয়ান প্রতিবেদনটি টুইটারে শেয়ার করলে সেখানে মন্তব্য করেন অনেকে৷ ওসমান গনি লিখেছেন, ‘‘তিক্ত সত্য৷ সামান্য সমস্যা নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সমস্যা আরও বেড়ে যেতে পারে৷''
ক্যাথেরিন ম্যারি রোহান গার্ডিয়ান পত্রিকাকে আগে ব্রিটেনে মানসিক রোগীদের অবস্থা দেখার আহ্বান জানান৷ তাঁর মতে, ব্রিটেনে মানসিক রোগীদের জন্য চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত নয়৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, সারা বিশ্বের প্রতি ১০ জন মানুষের মধ্যে একজন মানসিক অসুস্থতায় ভোগেন৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ
আপনার চেনা মানসিক রোগীর গল্প বলুন আমাদের, লিখুন নীচের মন্তব্যের ঘরে৷