1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানব প্রাচীর কর্মসূচি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৫ জানুয়ারি ২০১৩

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সারা দেশে শান্তিপূর্ণ মানব প্রাচীর কর্মসূচি পালন করে বিএনপির নেতৃত্বে বিরোধী ১৮ দলীয় জোট৷ এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, তীব্র আন্দোলনের মুখে সরকারকে দাবি মানতে হবেই৷

https://p.dw.com/p/17KIp
ছবি: Reuters

ঢাকার মহাখালী উড়াল সড়কের নীচ থেকে শুরু করে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত মানব প্রাচীর তৈরি করেন বিএনপিসহ ১৮ দলের নেতা কর্মীরা৷ হাতে হাত রেখে তৈরি করা এই মানব প্রাচীর থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান তাঁরা৷

সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানব প্রাচীর কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা চলে দুপুর ২টা পর্যন্ত৷ আর এতে অংশ নেন ১৮ দলের শীর্ষ নেতারা৷ নেতারা বলেন, এই সরকার ক্ষমতা কুক্ষিগত করতে চায়৷ তারা চায় বিএনপি যাতে কোনোভাবেই ক্ষমতায় যেতে না পারে৷ তবে তাদের সেই স্বপ্ন পূরণ হবে না৷

বিএনপির সিনিয়র নেতা তরিকুল ইসলাম সরকারকে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বলেন৷ আর ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ জন্য সংবিধান সংশোধনে সরকারকেই উদ্যোগ নিতে হবে৷

Bangladesch Generalstreik 18.12.2012
বুধবার আবারো হরতাল পালন করবে সিপিবি ও বাসদ...ছবি: Reuters

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, তীব্র গণ-আন্দোলনের মুখে সরকার বাধ্য হবে এ দাবি মেনে নিতে৷

এদিকে, মানব প্রাচীর কর্সসূচি চলাকালেই খালেদা জিয়া দুর্নীতির মামলায় হাজিরা দেন৷ তাঁর উপস্থিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি হয়৷ আদালত থেকে ফেরার পথে তিনি মানব প্রাচীরে অংশ নেয়া নেতা-কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছো জানান৷

ঢাকার বাইরেও বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে বিরোধী দলের এই মানব প্রাচীর কর্মসূচি পালিত হয়েছে৷ কর্মসূচি চলাকালে যানজটের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ৷

অন্যদিকে, আগামীকাল সিপিবি এবং বাসদ ঢাকাসহ সারা দেশে আধা বেলা হরতাল পালন করবে৷ জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য