খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
১৬ জানুয়ারি ২০১২জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জমি কেনায় খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় গত বছরের আগষ্টে৷ দুদক এই মামলার তদন্ত শেষে সোমবার চার্জশিট অনুমোদনের পর তা আদালতে দাখিল করে৷ চার্জশিটে খালেদা জিয়া ছাড়া অন্য ৩ জন আসামি হলেন, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, সাবেক একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান৷ চার্জশিটে অভিযোগ করা হয়েছে ২০০১ সাল থেকে ২০০৬ সাল মেয়াদে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন করা হয়৷ ২০০৫ সালে ট্রাস্টের নামে অর্থ সংগ্রহ করা হয়৷ এবং এই অর্থের পরিমাণ প্রায় ৮ কোটি টাকা৷ কিন্তু এই অর্থ কোন সেবামূলক কাজে ব্যবহার করা হয়নি৷ একথা জানান দুদক চেয়ারম্যান গোলাম রহমান৷
দুদক চেয়ারম্যান আরও জানান, এরপর ট্রাস্টের নামে জমি কেনা হলে সেই জমির দাম কম দেখানো হয়৷ আর জমি কেনার ঘোষিত মূল্য ১ কোটি ৬২ লাখ টাকার কোন বৈধ উৎস দেখাতে পারেনি ট্রাস্ট৷
বর্তমান সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা এটিই প্রথম মামলা৷ ইতিমধ্যেই এই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন তিনি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন