1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণতন্ত্রের জন্য কাজ করুন - সুশীল সমাজকে হাসিনা

২ ডিসেম্বর ২০১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা কখনো কখনো স্বৈরাচারী সামরিক শক্তির সহযোগীতে পরিণত হন৷ তিনি সুশীল সমাজকে গণতন্ত্রের জন্য কাজ করার আহ্বান জানান৷

https://p.dw.com/p/13LMh
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: dapd

ঢাকায় সামাজিক দর্শন শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে আজ প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আর সেমিনারের প্রতিপাদ্য‘ গণতন্ত্র, নাগরিক সমাজ ও সুশাসন'৷ প্রধানমন্ত্রী তার আলোচনায় বলেন, সুশীল সমাজের প্রতিনিধিরা যে সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করেন তা নয়৷ তারা কখনো কখনো অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বৈরাচারী সামরিক শক্তির পক্ষে কাজ করেন৷ তারা তাদের স্বার্থের জন্য গণতন্ত্রকেই ধ্বংস করেন৷ তারা নিজেরাও ক্ষমতার স্বাদ পেতে চান৷ প্রধানমন্ত্রী তাদের গণতন্ত্রের জন্য করার আহ্বান জানান৷

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম এখন সবচেয়ে বেশি স্বাধীতা ভোগ করছে৷ তবে তাদের সব মতামত গ্রহণ করবেনা সরকার৷ গণতন্ত্রের জন্য কল্যাণকর নয় এমন মতামত গ্রহণ করার প্রশ্নই আসেনা৷

পার্বত্য শান্তিচুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার এই চুক্তি বাস্তবায়নে কাজ করছে৷ আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যালনালের দুর্নীতির সূচকে বাংলাদেশের একধাপ এগুনো প্রসঙ্গে তিনি বলেন, আরেকটু উদারভাবে তথ্য উপাত্ত নিলে দেখা যাবে বাংলাদেশের পরিস্থিতি আরো ভাল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য