গোপনীয়তা রক্ষা
২৩ ফেব্রুয়ারি ২০১২অনলাইনে ব্যক্তিগত নিরাপত্তা বা তথ্য সুরক্ষার বিষয়টি নিয়ে প্রতিনিয়তই আলোচনা হচ্ছে৷ সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা যেসব বিষয় ইন্টারনেটে খোঁজ করে কিংবা যেসব বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করে, সেগুলো অনেক সার্চ ইঞ্জিন গোপনে সংরক্ষণ করে৷ এরপর ভোক্তার এসব পছন্দ-অপছন্দের বিষয় মাথায় রেখে সাজানো হয় অনলাইন বিজ্ঞাপন৷ দেখা গেল, আপনি গুগলে গাড়ি কেনার জন্য কিছু বিষয় খুঁজলেন৷ এরপর দেখবেন, আপনি অন্য কোন ওয়েবসাইটে ভিজিট করলে, সেখানে যেসব বিজ্ঞাপনের ব্যানার ঝুলছে, সেগুলোতে গাড়ির বিজ্ঞাপন৷ অনেক সময় আপনার মেলবক্সেও হাজির হয় গাড়ির বিভিন্ন বিজ্ঞাপন৷
অনেক হয়ত এসব বিষয়কে কাকতালীয় মনে করেন৷ কিন্তু পেছনে আসলে পুরোটাই ইন্টারনেট প্রযুক্তির খেলা৷ আপনি যখন কোন বিষয় কোন সার্চ ইঞ্জিনে খুঁজছেন, তখন সেই সার্চ ইঞ্জিন আপনার পছন্দের বিষয়গুলোকে জমা করছে৷ এরপর সেই অনুযায়ী, বিজ্ঞাপন প্রদর্শন হচ্ছে অন্যান্য ওয়েবসাইটে৷
অনেকেই মনে করেন, সার্চ ইঞ্জিন গুগল কিংবা ফেসবুকের মত সাইটগুলো এভাবেই ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়গুলো জমা করছে৷ এটা আসলে ভোক্তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সামিল, বিশেষ করে যখন ব্যবহারকারীর অগোচরেই এমনটা করা হয়৷
হোয়াইট হাউসের পরিকল্পনা হচ্ছে, ইন্টারনেট ব্রাউজারে একটি অপশন যোগ করা, যেখানে একজন ইন্টারনেট ব্যবহারকারী এক ক্লিকেই জানাতে পারবেন, যে তার পছন্দ-অপছন্দের বিষয়াদি সার্চ ইঞ্জিন বা অন্য কোন সাইট জমা রাখতে পারবে কিনা৷ তিনি যদি তা না চান, তবে সেই তথ্য কোনভাবেই আর ব্যবহার করা যাবে না৷ গুগল, ইয়াহু, মাইক্রোসফট এবং এওএল'এর মত সাইটগুলো হোয়াইট হাউসের এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছে৷
শুধু তথ্য জমা রাখার ব্যাপারই নয়, ইন্টারনেটভিত্তিক ভোক্তারা যাতে কোন ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে প্রকাশের পর সেটি সংশোধন করতে পারেন, সেই বিষয়টিও নিশ্চিত করতে চায় হোয়াইট হাউস৷ তাছাড়া ভোক্তা কোন প্রেক্ষাপটে কি ধরনের তথ্য প্রকাশ করছেন এবং সেই তথ্য যেন শুধু ভোক্তার পছন্দের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, সেটিও নিশ্চিত করবে হোয়াইট হাউসের পরিকল্পনা৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন