গ্রিসের পথে বাংলাদেশি তরুণের মৃত্যু
১৬ ফেব্রুয়ারি ২০২২ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, নিহত ২৮ বছর বয়সি নজরুল ইসলাম শাহীন ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহীপুর এলাকার আবদুর রৌউফ মাস্টারবাড়ির মিজানুর রহমানের ছেলে৷ শাহীনের মামাতো ভাই নাসির উদ্দিন মানিক জানান, শাহীন ফেনীর শহীদ মেজর সালাহ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি পাস করেন৷ এবং ২০১৯ সালে জীবিকার তাগিদে ২০১৯ সালে দেশ ছেড়ে ওমান যান৷ দুই বছর ওমানের থাকার পর তিনি সেখান থেকে তুরস্ক চলে যান৷
নাসির বলেন, ‘‘কিছু বন্ধুর সঙ্গে শাহীন তুরস্ক সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করেন৷ গত ২ ফেব্রুয়ারি পথে প্রবল তুষারঝড়ের কবলে পড়ে সবাই৷ এরপর থেকে শাহীনের কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার৷’’
এ বিষয়ে শাহীনের বাবা মিজানুর রহমান বলেন, ‘‘দুই সপ্তাহ ছেলের খোঁজ-খবর না পেয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের ছবি ও মুঠোফোন নম্বর দিয়ে সন্ধান চাই৷ মঙ্গলবার তুরস্ক থেকে মশিউর রাব্বী নামে এক প্রবাসী বাংলাদেশি শাহীনের ছবি দেখে এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর বিষয়টি জানায়৷ শাহীনের মরদেহ তুরস্কের ইস্তাম্বুলের একটি হাসপাতালের হিমঘরে রয়েছে বলেও জানান ওই প্রবাসী৷’’ মিজানুর রহমান ছেলের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকার ও দূতাবাসের সহযোগিতা কামনা করেন৷
নজরুল ইসলাম শাহীন তুরস্কে তুষারপাতে নিহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানতে পেরেছেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ৷ লাশ দেশে আনার ব্যাপারে নিহতের পরিবার পৌরসভার কোনো সহযোগিতা চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তার চেষ্টা করা হবে বলে জানান তিনি৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)